নেককার মহিলাদের কাহিনী • হযরত রোকেয়া
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত রোকেয়া
হযরত রোকেয়া নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রাণপ্রিয় কন্যা। তাঁর প্রথম বিবাহ হয় উৎবা ইবনে আবি-লাহাবের সাথে। যে আবু-লাহাবের উপর অভিসম্পাত করা হয়েছে সূরায়ে তাব্বত ইয়াদার… মাধ্যমে। তারা পিতা-পুত্র কেউই মুসলমান হয় নাই এবং পিতার পরামর্শে পুত্র হযরত রোকেয়াকে ত্যাগ করে।
পরবর্তীকালে হযরত ওসমান গণীর সাথে হযরত রোকেয়ার বিবাহ হয়। জংগে বদরের সময় হযরত রোকেয়া বিমার ছিলেন। নবী করীম জেহাদে যাওয়ার সময় তাঁর তিমারদারীর (সেবাশুশ্রূষার) জন্য হযরত ওসমানকে ঘরে রেখে গেলেন এবং বলে গেলেন, তোমরাও মোজাহেদীনদের সমান সওয়াবের ভাগী হবে। বস্তুতঃ তাঁদেরকেও গনিমতের মালের অংশ প্রদান করা হয়েছিল। কিন্তু নবী করীম যুদ্ধ শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করলেই হযরত রোকেয়া ইন্তেকাল করলেন।
লক্ষণীয় বিষয় যে, হযরত রোকেয়া কত বড় ধার্মিক নারী ছিলেন। তাঁর খেদমত করাতেও জিহাদের সওয়াব হাছিল হলো। এটা তাঁর অসীম বুযুর্গীরই নিশানা।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)