নেককার মহিলাদের কাহিনী • হযরত হাওয়া (আঃ)
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত হাওয়া (আঃ)
বিবি হাওয়া (আঃ) আদি মানব হযরত আদম (আঃ)-এর স্ত্রী এবং মানব জাতির মাতা। আল্লাহ্ তা’আলা স্বীয় অসীম কুদরতে বিবি হাওয়াকে আদি পিতা আদমের (আঃ) বাম পাঁজরের হাড্ডি থেকে পয়দা করেছেন। অতঃপর উভয়ের মধ্যে বিবাহ-বন্ধন স্থাপন করেছেন। তাঁদের বাসস্থান হয়েছিল বেহেশতের বাগিচা। সেখানে একটি বৃক্ষের ফল আল্লাহ্ তা’আলা তাঁদের জন্য হারাম করে দিয়েছিলেন।
কিন্তু ইবলীসের চক্রান্তে পড়ে তাঁরা উক্ত ফল ভক্ষণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ্ তা’আলা তাঁদেরকে এই নাফরমানীর দরুন এই দুনিয়াতে পাঠিয়ে দেন। এখানে এসে তাঁরা তাঁদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে কান্দাকাটি করতে থাকেন। অবশেষে আল্লাহ্ তা’আলা নেহায়েত দয়াপরবশ হয়ে তাঁদেরকে মার্জনা করেন। দুনিয়েতে আসার সময় তাঁরা একে অপর থেকে নিখোঁজ হয়ে পড়েছিলেন। পুনরায় আল্লাহর কৃপায় তাঁরা একত্রে মিলিত হন। এর পর তাঁদের ঘরে বহু সংখ্যক সন্তান-সন্ততির জন্ম হয়।
শরীঅতের খেলাফ কোন কাজ হয়ে গেলে সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ্ তা’আলার নিকট কান্নাকাটি করা চাই। ভবিষ্যতের জন্য তওবা করলে আল্লাহ্ তা’আলা দয়া করে মাফ করতে পারেন। এখান থেকে আমরা প্রধানতঃ এই শিক্ষাই পাই।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)