নেককার মহিলাদের কাহিনী • হযরত হাফসা
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত হাফসা
নবী করীমের নেক বিবিগণের মধ্যে হাফসা একজন। একদা কোন কারণে নবী করীম রাগ করে হযরত হাফসাকে তালাক দেন। তৎক্ষণাৎ জিব্ৰাইল আমিন এসে নবীর নিকট সুপারিশ করলেন, হে নবী! আপনি হযরত হাফসার তালাক ফিরিয়ে নিন। যেহেতু তিনি দিনের বেলা রোযা থাকেন এবং রাত্রিতে জাগ্রত থেকে নামায আদায় করেন। এছাড়া তিনি দানে মুক্ত হস্ত। হযরত হাফসা স্বীয় ভাইকে অছিয়ত করে যান, তাঁর ভূ-সম্পত্তি সমস্ত আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে সেটার যথাযথ বন্দোবস্ত করতে।
হযরত হাফসা একজন খোদাভক্ত, এবাদত প্রিয়, মুক্তমনা ও দানশীল নারী ছিলেন। এই সমস্তের বদৌলতেই আল্লাহ্ তা’আলার তরফ থেকে তাঁর তালাক ফিরিয়ে নেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। হযরত হাফসার ন্যায় দীনদারী এখতেয়ার করা সকলেরই কর্তব্য।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)