নেককার মহিলাদের কাহিনী • হাইসূরের ভগ্নী
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হাইসূরের ভগ্নী
কোরআন শরীফে হযরত মূসা ও হযরত খিযির (আঃ)-এর কাহিনী বর্ণিত হয়েছে। সেটাতে আছে আল্লাহ্ তা’আলার হুকুমে খিযির (আঃ) এক ছোট শিশুকে মেরে ফেলেন। হযরত মূসা (আঃ) পেরেশান হয়ে খিযির (আঃ)-কে জিজ্ঞাসা করেন, এই নিষ্পাপ শিশুটি কি অন্যায় করলো, যদ্দরুন আপনি তাকে হত্যা করলেন? উত্তরে হযরত খিযির (আঃ) বললেন, এই শিশুটি বয়স্ক হলে কাফের হতো। তার মা-বাপ উভয়েই ঈমানদার লোক। ছেলেটি বেঁচে থাকলে ছেলের মহব্বতে পড়ে ঐ ঈমানদার মা-বাপেরও কাফের হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তাই এই শিশুকে হত্যা করার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে।
আল্লাহ্ তা’আলা এখন উক্ত ছেলের পরিবর্তে এক মেয়ে দান করবেন। সে হবে সকল খারাবী থেকে পাক-পবিত্র এবং মা-বাপের জন্য মঙ্গলজনক। এই সম্পর্কে অনেক কিতাবে লিখিত রয়েছে যে, উক্ত মা-বাপের ঘরেই এক মেয়ের জন্ম হয়েছিল। তাঁর বিবাহ হয়েছিল এক পয়গাম্বরের সাথে এবং তাঁর বংশধরগণের মধ্যে সত্তর জন হয়েছিলেন পয়গাম্বর। উক্ত ছেলের নাম ছিল হাইসূর। আর এই নেক্কার মেয়ে ছিলেন হাইসূরেরই ভগ্নী। সোবহানাল্লাহ্! মেয়েটি কত বড় বুযুর্গ ছিলেন। যাঁহার বংশধরগণের মধ্যে সত্তর জন পয়গাম্বর হয়েছিলেন। আর তাঁর তারিফ কোরআন পাকে বর্ণিত হয়েছে। প্রত্যেক বিশ্বাসী ঈমানদার লোকের কর্তব্য যাবতীয় গোনাহের কাজ থেকে পরহেয করে আল্লাহ্ তা’আলার রেযামন্দি হাছেল করে ইহজীবন ও পরজীবনকে সার্থক করে তোলা।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)