▶ প্রশ্ন: গীবত কাকে বলে? কুরআন ও হাদিসের আলোকে গীবতের ক্ষতিকর প্রভাব আলোচনা করুন ▶ বিষয়: (IST-501) Study of Al-Quran (Surah: Al-Fatah and Al-Hujurat) ▶ কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)
ভূমিকা
মুসলমানরা পরস্পর ভাই ভাই। ইসলাম পরস্পর পরস্পরের সাথে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেছে। ঐক্য ও ভ্রাতৃত্ব বিনষ্টকারী সবধরণের কার্যকলাপ হতে বিরত থাকতে সকলকে তাগীদ দিয়েছে। যেসব বিষয় সমাজে ফাটল ধরাতে এবং ঐক্যের সুরম্য প্রাসাদকে ভেঙ্গে তছনছ করে দিতে সক্ষম সে বিষয়গুলির মধ্যে অন্যতম হল গীবত বা পরনিন্দা। এর মাধ্যমেই শয়তান একে অপরের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে থাকে।
গীবত কাকে বলে
‘গীবত’ আরবি শব্দ। এর অর্থ হচ্ছে পরনিন্দা করা। অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। কারো অগোচরে এমন সব কথা বলা যা ওই ব্যক্তির উপস্থিতিতে বললে সে মনে কষ্ট পাবে- সেই কথা-ই গীবত।
আরো পড়তে পারেন: সূরা আল-হুজরাতে বর্ণিত সামাজিক বিধানগুলো আলোচনা করুন
ইসলামী পরিভাষায়, মুখে, লিখনীতে, ইশারা-ইঙ্গিতে, অঙ্গ-ভঙ্গিতে, কিংবা চিত্র-লেখা বা অন্য কোন উপায়ে কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ-ত্রুটির কথা আলোচনা করা, যা শুনলে সে মনে ব্যথা পায়- তা-ই গীবত বা পরনিন্দা। সমালোচিত ব্যক্তি যে কোন ধর্মেরই হোক না কেন তার অগোচরে নিন্দা করা যাবে না। এ প্রসঙ্গে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যার মধ্যে কোন দোষ আছে, তা তার অগোচরে অপরের কাছে বলার নামই গীবত।” জীবিত ব্যক্তির গীবত করা হারাম। মৃত ব্যক্তির দোষ ত্রুটি বা গীবত বলে বেড়ানোও হারাম।
গীবত বা পরনিন্দার পরিণাম
গীবত বা পরচর্চা নিন্দনীয় কাজ। গীবত বা পরচর্চায় সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে। ফলে একে অপরের শত্রু হয়ে ওঠে। মানুষের মধ্যে ভালবাসা ও আস্থা বিশ্বাস নষ্ট করে। সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একতা ও সংহতি বিনষ্ট হয়। সমাজে অশান্তি ও ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। গীবতকারীর প্রতি মানুষের ঘৃণার উদ্রেক হয়। গীবতকারীকে কেউ পছন্দ করে না। গীবতের ফলে সমাজে অশান্তির দাবানল জ্বলে উঠে। সমাজ জীবনে জাহান্নামের অশান্তি নেমে আসে। হাদীসে গীবতকে ব্যভিচারের চেয়েও জঘন্য পাপ বলে উল্লেখ করা হয়েছে। গীবতকারীদেরকে মহান আল্লাহ তায়ালা কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলেন-
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّلَا تَجَسَّسُوۡا وَلَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡہِ مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ تَوَّابٌ رَّحِیۡمٌ
মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।
আরো পড়তে পারেন: মুত্তাকী কারা? মুত্তাকী কাকে বলে? মুত্তাকীদের পরিচয়, বৈশিষ্ট্য ও গুণাবলি লিখুন?
কুরআন ও হাদীসের আলোকে গীবতের ক্ষতিকর প্রভাবসমূহ
- গীবত করলে মানুষের কৃত নেক আমলসমূহ বিনষ্ট হয়ে যায়।
- গীবত গুনাহের কাজ। তাই গীবতের কারণে কবরে আযাব হয়।
- গীবতকারীর দু’আ মহান আল্লাহ তায়ালার দরবারে কবুল হয় না।
- কিয়ামতের দিবসে গীবতকারীর হিসাব কঠিন হবে।
- গীবত করার ফলশ্রুতিতে একসময় গীবতকারী সমাজে আস্থাহীন হয়ে পড়ে। সে শান্তি বিনষ্টকারী হিসেবে সমাজে পরিচিত হয়।
- গীবতের কারণে সমাজে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-ফাসাদ ও অশান্তির সৃষ্টি হয়।
- গীবত করার ফলে রোযার রাখার সওয়াব বিনষ্ট হয়। অর্থাৎ রোযা নষ্ট হয়ে যায়।
- কিয়ামতের দিন গীবতকারীকে গীবতকৃত ব্যক্তির লাশের গোশত খেতে দেওয়া হবে।
উপসংহার
গীবত একটি নিন্দনীয় কাজ, একটি সামাজিক অপরাধ। আল্লাহ তায়ালা গীবতকারীকে অপছন্দ করেন। গীবত করা আপন ভাইয়ের লাশের গোশত খাওয়ার শামিল। গীবত সমাজে শত্রুতা বৃদ্ধি করে। গীবত করা থেকে বিরত থাকা অপরিহার্য কর্তব্য। সুতরাং যে কাজ বা কথা দ্বারা মানুষের ঈমান-আমল নষ্ট হয়, সামাজিক পরিবেশ কলুষিত হয়, মানুষে মানুষে হিংসা-বিদ্ধেষ ও শত্রুতা বৃদ্ধি পায়, তা থেকে বেচেঁ থাকা সকলের একান্ত কর্তব্য।
• IST-501 : Study of Al-Quran (Surah: Al-Fatah and Al-Hujurat) • IST-502 : Introduction to Islamic Dawah • IST-503 : Al-Sirat Al-Nababiah • IST-504 : Human Rights in Islam • IST-505 : Principles and History of Tafsir literature • IST-506 : Principles of Islamic Jurisprudence •
বিগত বছরের প্রশ্নসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)
- (IST-501) Study of Al-Quran (Surah: Al-Fatah and Al-Hujurat) | Click for Details
- (IST-502) Introduction to Islamic Dawah | Click for Details
- (IST-503) Al-Sirat Al-Nababiah | Click for Details
- (IST-504) Human Rights in Islam | Click for Details
- (IST-505) Principles and History of Tafsir Literature | Click for Details
- (IST-506) Principles of Islamic Jurisprudence | Click for Details