Monday, December 23, 2024

সন্তানের উপর পিতা মাতার হক ১৪টি

সন্তানের উপর পিতা মাতার হক ১৪টি

সন্তানের উপর পিতা-মাতার মোট ১৪টি হক রয়েছে। এর মধ্যে পিতা-মাতা জীবতাবস্থায় ০৭টি হক এবং মৃত্যুর পরে ০৭টি হক। পিতা-মাতার এই হকগুলো আদায় করা প্রত্যেক সন্তানের কর্তব্য।

সন্তানের উপর পিতা-মাতার মোট ১৪টি হক রয়েছে।

পিতা-মাতা জীবিত অবস্থায় প্রাপ্য ০৭টি হক

  1. পিতা মাতার যথোপযুক্ত সম্মান ও ইজ্জত করা।
  2. তাদের সাথে মহব্বত ও ভালবাসা রাখা।
  3. তাঁদের আদেশ পালন করা।
  4. তাঁদের সেবা করা।
  5. তাঁদের আরাম ও শান্তির দিকে খেয়াল রাখা।
  6. তাঁদের প্রয়োজন মিটানোর চেষ্টা করা।
  7. যখনই সুযোগ হয় তাদের সাথে বার বার দেখা করা।


পিতা-মাতার মৃত্যুর পর প্রাপ্য ০৭টি হক

  1. তাঁদের জন্য বেশি বেশি গুনাহ মাফ চাওয়া ও দোয়া করা।
  2. তাঁদের জন্য ইবাদত করে ও দান খয়রাত করে সওয়াব পৌছানো।
  3. তাঁদের আত্মীয় ও বন্ধু-বান্ধবগণকে সম্মান করা।
  4. ঋণ থাকলে অথবা তাঁদের কাছে কারো আমানত থাকলে তা পরিশোধ করা।
  5. তাঁদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য করা।
  6. শরীয়ত সম্মত কোন অছিয়ত যদি তাঁরা করে থাকে তাহলে তা পূরণ করা।
  7. কোন কোন সময় তাঁদের কবর যিয়ারত করা ও তাদের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করা।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles