নেককার মহিলাদের কাহিনী • ফেরাউনের কন্যা ও বাঁদী
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
ফেরাউনের কন্যা ও বাঁদী
ফেরাউন-কন্যার এক বাঁদী ছিল। তার যাবতীয় খেদমতের ভার উক্ত বাঁদীর উপরই ন্যস্ত ছিল। সে গোপনে আল্লাহর নবী হযরত মূসার উপর ঈমান রাখিত। ফেরআউনের ভয়ে সে তা কখনো প্রকাশ করতো না। একদা সে শাহজাদীর চুল আঁচড়াচ্ছিল। এমন সময় তার হাত থেকে চিরুণী মাটিতে পড়ে যায়। মাটি থেকে সেটা উঠানোর সময় বিসমিল্লাহ্ বললো। শাহজাদী এটা শুনে চমকিত হলো। জিজ্ঞাসা করলো, তুই কি বললি, এটা কার নাম? উত্তরে বাঁদী বললো, আমি তাঁরই নাম স্মরণ করেছি যিনি এই নিখিলের স্রষ্টা। তোমার পিতার সৃষ্টিকর্তা এবং বাদশাহীদাতা। বাদশাহ্জাদী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, আমার পিতার চেয়েও কি কেউ বড় আছেন?
অতঃপর শাহজাদী দৌড়ে গিয়ে পিতা ফেরআউনের নিকট সব ঘটনা খুলে বললো। ফেরআউন বাঁদীকে ডেকে পাঠালো। বাঁদী নির্ভয়ে ফেরআউনের সামনে হাজির হলো। ফেরআউন তাঁকে দেখেই ক্রোধে জ্বলে উঠলো। তাঁকে ভয় দেখাইল, গালিগালাজ করলো। বাঁদী হাসি-মুখে বলে দিলো, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমি কিছুতেই ঈমান ত্যাগ করবো না। এতে বাঁদীর উপর অগ্নি-বৃষ্টি বর্ষণ করা হলো। কিন্তু সে ঈমান ত্যাগ করতে প্রস্তুত হলো না। তারপর তার কোলের শিশুকে অগ্নিতে নিক্ষেপ করা হলো। শিশুটি অগ্নিতে নিক্ষিপ্ত হইবার সময় বলে গেল—আম্মা, ঈমান নষ্ট করবেন না। এরপর বাঁদীকে হাত বেধে অগ্নিতে ফেলা হলো। সে জান দিল, কলিজার টুকরা শিশুকে হারাল, তবু ঈমানের মায়া ছাড়ল না।
এই ঘটনা থেকে শিখবার অনেক কিছু আছে। মোটকথা, ঈমান অমূল্য রত্ন। শতবাধা- বিপত্তিকে পদদলিত করে, জান কোরবান দিয়েও ঈমানকে রক্ষা করা চাই। এটাই মুসলমানের একমাত্র সম্বল।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)