Monday, December 23, 2024

ইজাজুল কুরআন কি? কুরআনের অলৌকিকতা বিস্তারিত আলোচনা করুন

প্রশ্ন: ইজাজুল কুরআন কি? কুরআনের অলৌকিকতা বিস্তারিত আলোচনা করুন ▶ বিষয়: (IST-505) Principles and History of Tafsir Literatureকোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

মহাবিস্ময়কর গ্রন্থ পবিত্র আল কোরআন ইসলাম ধর্মের মৌলিক গ্রন্থ। এটি আল্লাহর কথা বা বাণী যা নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ করা হয়েছে। আল কোরআনে মোট ১১৪ সূরা আছে, যা মানব জীবনের সকল দিকের এবং বিষয়ের নির্দেশিকা দেয়। এই আল কোরআন একটি অলৌকিক কিতাব।

ইজাযুল কুরআন

পারিভাষিক অর্থে, ই’জায হল এমন এক গুণ যা অনুরূপ কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রে সাধারণ ক্ষমতাকে অতিক্রম করে যায়। কুরআন মুসলমানদের মূল ধর্মপ্রন্থ। এটি আল্লাহ্‌র বাণী এবং এর ই’জায গুণ রয়েছে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮৮ নম্বর আয়াতে বলেন-

قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَـٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا

অর্থ: বলে দাও, এই কুরআনের মত বাণী তৈরি করে আনার জন্য যদি সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে যায়, তবুও তারা এ রকম কিছু আনতে পারবে না, তাতে তারা একে অন্যের যতই সাহায্য করুক।



এই আয়াতে মহান আল্লাহ তায়ালা সমগ্র মানব ও জিন জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কোরআনের মতো একটি আয়াত রচনা করার। সাধারণ অর্থে পৃথিবীর কোন মানুষের রচিত কিতাব বা বই এর বিষয়ে সেই বইয়ের লেখক এরকম চ্যালেঞ্জ দিতে পারেনি। কিন্তু আল্লাহ তায়ালা এই কোরআনের বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। মূলত এটাই হলো ইজাযুল কোরআন বা কুরআনের অলৌকিকতা।

কুরআনের অলৌকিকতা

পবিত্র আল কোরআন একটি বিস্ময়কর অলৌকিক কিতাব। কোরআনের অলৌকিকতার বিষয়ে কিছু তথ্য আলোচনা করা হলো-

  • দুনিয়া মানে এই জীবন, আর আখিরাত মানে হলো মৃত্যুর পরের জীবন। এই দুইটা শব্দ কুরআনে ১১৫ বার করে এসেছে। অর্থাৎ পুরো ‍কুরআনে দুনিয়া শব্দটি ১১৫ বার এবং মৃত্যু শব্দটি ১১৫ বার এসেছে। পুরো কুরআন এমনভাবে মিলিয়ে নিয়ে আসা কোন মানুষের পক্ষে সম্ভব না।
  • কুরআনে পুরুষ শব্দটা এসেছে ২৪ বার, আবার নারী শব্দটাও এসেছে ২৪ বার। এই বিশাল কুরআন জুড়ে একদম সমান সংখ্যক বার।
  • ফেরেশতা আর শয়তান এই দুইটা শব্দ পরস্পর বিপরীত মুখী। ফেরেশতারা হচ্ছে আল্লাহর আজ্ঞাবহ। তারা সবসময়ই আল্লাহর যিকিরে মগ্ন। আর শয়তান হচ্ছে আল্লাহর রহমত হতে বিতাড়িত। সমগ্র কুরআনে ফেরেশতা এবং শয়তান এই শব্দটি এসেছে প্রতিটি ৮৮ বার করে। একেবারে সমান সংখ্যায়।
  • উপকার শব্দটা এসেছে ৫০ বার। অন্যদিকে ক্ষতিকর শব্দটা এসেছে ৫০ বার। সমগ্র কোরআন জুড়ে এই শব্দ দুইটি একেবারে মিলিয়ে এসে ৫০ বার করে।
  • যাকাত আমাদের উপর ফরয করা হয়েছে। প্রতি বছর আমাদের সম্পদের একটা অংশ গরীব-মিসকিনদের যাকাত হিসেবে দিয়ে দিতে হয়। যাকাত দেওয়া আমাদের জন্যে বাধ্যতামূলক, এবং এই যাকাত হচ্ছে ধনী ব্যক্তির সম্পদে গরীবের অধিকার। আল্লাহ তায়ালা বলেছেন, যাকাত দিলে তিনি সম্পদে বরকত দান করেন। অর্থাৎ সম্পদ বাড়িয়ে দেন। পুরো কুরআন জুড়ে এই দুটো শব্দের সংখ্যা হচ্ছে ৩২ বার করে মোট ৬৪ বার। কুরআনে যাকাত শব্দটা এসেছে মোট ৩২ বার এবং বরকত শব্দটাও এসেছে ৩২ বার।
  • একইভাবে কোরআনে জিহবা শব্দটা এসেছে ২৫ বার। সেই সাথে বাক্য শব্দটা এসেছে ২৫ বার।

আরো পড়তে পারেন: ১০ জন প্রসিদ্ধ মুফাসসির সাহাবির পরিচয় দিন? সাহাবীদের যুগে তাফসিরের বৈশিষ্ট্য লিখুন।


  • পৃথিবীতে ৩৬৫ দিনে এক বছর। আবার ১২ মাসেও এক বছর। তবে আরবি হিসাবে ১২ মাসে এক বছর হলেও ৩৬৫ দিনের হিসাবটা নির্দিষ্ট নয়। আরবি বছর সাধারণত ৩৬৫ দিন হয় না। সমগ্র কুরআন জুড়ে মাস শব্দটা এসেছে ঠিক ১২ বার। আর দিন শব্দটা এসেছে ৩৬৫ বার।

আল কুরআনের অলৌকিকতার এরকম অসংখ্য উদাহরণ ছড়িয়ে রয়েছে সমগ্র কুরআন জুড়ে। এগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে, এরকম সুনিপুণ ও নিখাঁদভাবে কোন আয়াত বা কিতাব তৈরি করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এটা সেই পবিত্র কিতাব যা মহান আল্লাহ তায়ালার বাণী। সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়াত ও রহমত স্বরূপ। এজন্য এই কোরআনকে অলৌকিক কোরআন বলা হয়।

উপসংহার

কুরআন নাযিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর আমাদের সম্পূর্ণ জীবনকে গাইড করতে। আল্লাহ মানুষের সত্য ও সুন্দর পথ দেখাতে এত সুন্দর বাণী পাঠিয়েছেন যা একমাত্র এক আল্লাহ ব্যতীত অন্য কোন সত্ত্বার পক্ষে সম্ভব নয়। তাই দুনিয়া ও আখেরাত দুই জাহানে সুন্দর জীবনের জন্য কুরআনের বিধি-বিধান জানা ও সে অনুযায়ী জীবন পরিচালনার বিকল্প কিছু নেই।



• IST-501 : Study of Al-Quran (Surah: Al-Fatah and Al-Hujurat) • IST-502 : Introduction to Islamic Dawah • IST-503 : Al-Sirat Al-Nababiah • IST-504 : Human Rights in Islam • IST-505 : Principles and History of Tafsir literature • IST-506 : Principles of Islamic Jurisprudence

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles