একটি মাত্র • রবীন্দ্রনাথ ঠাকুর
একটি মাত্র • রবীন্দ্রনাথ ঠাকুর
একটি মাত্র রবীন্দ্রনাথ ঠাকুর গিরিনদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে। মরু-পাহাড়-দেশে শুষ্ক বনের শেষে ফিরেছিলাম দুই প্রহরে দগ্ধ চরণতল-- বনের মধ্যে পেয়েছিলেম একটি আঙ্গুর ফল। রৌদ্র তখন মাথার ‘পরে, পায়ের তলায় মাটি জলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি। পাছে ক্ষুধার ভরে তুলি মুখের ‘পরে আকুল ঘ্রাণে নিই নি তাহার শীতল পরিমল। একটি আঙুর ফল। বেলা যখন পড়ে এল, রৌদ্র হল রাঙা, নিশ্বাসিয়া উঠল হুহু ধূ ধু বালুর ভাঙা। থাকতে দিনের আলো ঘরে ফেরাই ভালো তখন খুলে দেখনু চেয়ে চক্ষে লয়ে জল মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল।
একটি মাত্র • রবীন্দ্রনাথ ঠাকুর- Download
- একটি মাত্র • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ PDF Download
- একটি মাত্র • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ Image Download
