Monday, December 23, 2024

ঈদের শুভেচ্ছা বার্তার এসএমএস কালেকশন | Eid Wish Bangla SMS collection 2023

তিলটনি.কম’র পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক! ঈদ মানেই খুশি। আর নিজের খুশিকে অন্যদের সাথে ভাগাভাগি করে নেয়াতেই সেই খুশি পরিপূর্ণতা পায়। তাই যে কোন খুশি আমরা অন্যদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তেমনিভাবে ঈদের খুশি সকলের সাথে ভাগ নেয়ার অনন্য একটি বিষয় হলো ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ, এসএমএস করা, টেক্সট করা, ঈদ কার্ড দেয়া ইত্যাদি। তাই ঈদের খুশিকে শেয়ার করার জন্য ঈদের শুভেচ্ছা বাণী গুলো আপনি কপি করে আপনার বন্ধু ও আত্মিয় স্বজনদের পাঠিয়ে ঈদ মোবারক জানাতে পারবেন।



রোজার ঈদের শুভেচ্ছা জানানোর এসএমএস কালেকশন

  • দুরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে, মন ছুটে যাক মনের টানে, নয়া চান্দের আগমনে, ঈদ কাটুল খুশী মনে ***** ঈদ মোবারাক ****
  • মন চাইছে কারো সাথে কথা বলি, মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি, ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি। “ঈদ মোবারক”
  • মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি একদিন, ঝড় বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন, নদীর ধারে সাদা বক……তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”
  • বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক…
  • স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!
  • আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক…
  • চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!
  • নীল আকাশে ঈদ-এর চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত। ঈদ হল খুশির দিন, দাওয়াত রইলো ঈদের দিন। ভালো থেকো সীমাহীন, ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন..! *ঈদ মুবারক*
  • রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে! খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে! সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”!
  • কিছু কথা না বলা থেকে যায়, কিছু ভাষা বর্ণনা হীন হয়, তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়, এসো প্রান খুলে আজ সবাই বলি… ঈদ মোবারক, বন্ধু
  • নীল আকাশে ঈদের চাঁদ, ঈদের আগে চাঁদনী রাত, ঈদ হলো খুশীর দিন, দাওয়াত রইলো ঈদের দিন, ভালো থেকো সীমাহীন। ঈদের দিনটা তোমার হোক রঙিন…ঈদ মোবারক
  • সারাদিন ছিলাম বিজি, এখন আমি ইজি, এড্রেস দাও তাড়াতাড়ি, কালকে যাবো তোমার বাড়ি
  • চেয়ে দেখো, নীল আকাশ, চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ, খুশীর বার্তা নিয়ে, সেই খুশিতে মোদের বাড়ি, দাওয়াত দিলাম আসিতে
  • রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে, তোমায় আমি রাঙ্গিয়ে দেবো, ঈদের এই দিনে ”শুভ ঈদ মোবারাক”
  • নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও। সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে। ঈদ মোবারাক বলো প্রান খুলে।
  • ঈদ মানে হাসি, ঈদ মানে আশা। ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা। ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি। ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। … ঈদ মোবারক
  • আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
  • সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি। ঈদ মোবারক।
  • ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে। ঈদ মোবারক।
  • আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে। ঈদ মোবারক।
  • ১ দিন রোজা বলল হেসে, বিদায় আমর খুব কাছে. কষ্ট দিয়েছি অনেক দিন কিভাবে দিব সেই ঋণ? তাই ঈদের দিন দিলাম তোমায়, খুশি হও তোমরা সবাই… ঈদ মুবারক।

Eid Mubarak SMS Messages Wishes 2023 in English

  • My Blessing, Congratulations and Good wishes. I wish u d best of everything for not only in EID-UL-Fitr but also all the years ahead. ___EID MUBARAK___
  • Warm wishes of Eid-ul-fitr are just being sent your way decorated with lots of sweet and sour memories to make it complete. Ameen!!! Happy Eid Mubarak.
  • May the angels protect you… May the sadness forget you…, May goodness surround you and may Allah always bless you!!! *** Eid Mubarak ***
  • Wishing A Very Happy Eid Mubarak. To You And All The Muslim Brothers Around The World. Both Here And In Far Flung Places. The Peace And Grace Of Allah Rest Upon Your Shoulders And Bring You A Contended And Very Happy Eid.
  • On this auspicious occasion of Eid.. May you blessed with joy, peace, and happiness.
    Eid Mubarak
  • May Allah this occasion flood your life with happiness, ur heart with love, ur soul with spirtual, ur mind with wisdom, wishing u a very Happy Eid Mubarak!
  • May the blessings of Allah fill your life with happiness and open all the doors of success now and always. Eid Mubarak…

Best Romjaner eid er sms collection 2023

  • Ful Subas Dey, Dristy Mon Churi Koray, Khusi Amader Hasay, Dukkho Amader Kaday, Ar Amar Ei SMS Tomake Eider Suveccha Janay. —HAPPY EID MUBARAK—
  • Bolchi ami amar kotha, eide thakbe nako moner betha, amar jibone onek chawa, ai eid theke sob pawa, Eid er proti tai etto valobasha. @EID MUBARAK@
  • Nil Akser Tarar Melay, Sonaly Sokaler Roder Belay, Shobuj Ghaser Shisir Konai, Projapotir Rongin Danay, Ekta Kotha Tomay Janai “””“EID MUBARAK””””
  • Ai sms, jar kache jabi, jake pabi, takei amar salam dibi, lal golaper valobasha diye Eider dawat janabi, Ar Misty Kore bolbi >>>>>> ****Eid Mubarak*****<<<<<
  • Koster arale sukher hasi, prot ta jibonkei ami valobashi, Tai protita jiboner protita somoy suvo hok, Sobaike janai Eid Mubarak

ঈদ মোবারক ছবি/ পিকচার, ঈদ মোবারক ওয়ালপেপার, ঈদ কার্ড ডাউনলোড

Eid Mubarak Bengali
Eid Mubarak English

➔ মোবাইল ফোন কোম্পানিগুলোর ম্যাসেজ (এসএমএস) এর যন্ত্রণায় প্রায় সবাই অতিষ্ঠ। মোবাইল অপারেটর কোম্পানিগুলো প্রতিদিনই গ্রাহকদের নতুন নতুন প্যাকেজ ও সেবা সম্পর্কে জানাতে খুদে বার্তা পাঠায়। বিরক্তিকর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে USSD কোড ডায়াল করে চালু করুন Do Not Disturb (DND) সেবা।

ক্রেডিটস/কপিরাইট/স্বত্ত্ব/ক্রিয়েটর

  • https://www.facebook.com/mdabdurrahim1991
  • https://www.behance.net/nuruzzaman
  • https://www.behance.net/asmarif
  • https://www.behance.net/ahmedsefat
  • https://www.behance.net/kamrulartist
  • https://www.facebook.com/ahsunalmahfuzrasel
  • https://www.behance.net/mehranchy
  • https://www.behance.net/saifulgd

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles