দু‘আ শেষ করার নিয়ম
দু‘আ-মুনাজাত হামদ, সালাত এবং আমীনের মাধ্যমে শেষ করা সুন্নাত। (আবু দাউদ হাদীস নং-৯৩৮/ তাবারানী কাবীর হাদীস নং-৫১২৪/ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদীস নং-৩১১৭, নাসাঈ, হাদীস নং-৯৩৮)
যেমন এভাবে শেষ করা যেতে পারে-
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ . اَللّٰهُمَّ آمِيْن.
অর্থঃ আপনার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী তিনি পবিত্র ঐ সকল কথা থেকে যা কাফিররা বলে থাকে এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তা‘আলার জন্য।
জেনে নিন…