Monday, December 23, 2024

দাওয়াত খাওয়ার দোয়া • দোয়ার ভান্ডার

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। নোমান ইবনে বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- দোয়াই হলো ইবাদত। অতঃপর তিলাওয়াত করেন (অনুবাদঃ) ”এবং তোমার প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো’’। দোয়া মুমিনের হাতিয়ার। তাই এখান থেকে জেনে নিন প্রয়োজনীয় বিভিন্ন দোয়া-দরুদ ও জিকির।



দাওয়াত খাওয়ার দু‘আ

কোথাও দাওয়াত খেলে প্রথমে আল্লাহ তা‘আলার শোকর আদায় করবে, তারপর মেজবানের জন্য দু’টি দু‘আ পড়তে হয়-

(ক) চুপে চুপে নিম্নের দু‘আ পড়তে হয়-

اَللّٰهُمَّ اَ طْعِمْ مَنْ اَ طْعَمَنِىْ وَاسْقِ مَنْ سَقَانِيْ

অর্থঃ হে আল্লাহ! যে আমাকে আহার করিয়েছে আপনি তাকে আহার দান করুন এবং যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পান করান। (মুসনাদে আহমাদ হাদীস নং-২৩৮০৮/ মুসলিম হাদীস নং-২০৫৫)

(খ) নিম্নের দু‘আ মেজবানকে শুনিয়ে পড়তে হয়-

اَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَاَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ.

অর্থঃ আল্লাহ করুন যেন (এমনিভাবে) নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশতাগণ যেন তোমাদের উপর রহমত বর্ষণের দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়ীতে ইফতার করে। (মুসনাদে আহমাদ হাদীস নং-১২৪০৬/ বাইহাকী হাদীস নং-৮২২৭,আবু দাউদ হাদীস নং-৮২২৭)

দোয়ার ভান্ডার

প্রতিদিনের ফজিলতময় বিভিন্ন দোয়াসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles