Saturday, December 21, 2024

ফজর এবং মাগরিবের পর পড়ার দু’আ • দোয়ার ভান্ডার • সাইয়্যিদুল ইস্তিগফার

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। নোমান ইবনে বশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- দোয়াই হলো ইবাদত। অতঃপর তিলাওয়াত করেন (অনুবাদঃ) ”এবং তোমার প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিবো’’। দোয়া মুমিনের হাতিয়ার। তাই এখান থেকে জেনে নিন প্রয়োজনীয় বিভিন্ন দোয়া-দরুদ ও জিকির।



ফজর এবং মাগরিবের পর পড়ার দু’আ

সাইয়্যিদুল ইস্তিগফার

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّيْ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ، خَلَقْتَنِيْ وَاَنَا عَبْدُكَ، وَاَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَاَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَ نْتَ.

অর্থঃ হে আল্লাহ! একমাত্র আপনিই আমার প্রতিপালক, আপনি ব্যতীত অন্য কোন মা‘বুদ (উপাস্য) নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার বান্দা এবং আমি আপনার (সাথে কৃত) ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার সকল কৃতকর্মের অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আমার উপর আপনার দানকৃত সকল নেয়ামতের স্বীকারোক্তি করছি এবং আমি আমার সকল গুনাহের স্বীকারোক্তি করছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।

ফযীলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একীনের সাথে এ ইস্তিগফারটি সকাল বেলা পাঠ করবে, অতঃপর যদি সে সন্ধ্যার পূর্বে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি একীনের সাথে সন্ধ্যা বেলায় এ ইস্তিগফারটি পাঠ করবে, সে যদি সকাল বেলা হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। (বুখারী শরীফ হাদীস নং-৬৩০৬)

সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল-সন্ধ্যার দোয়া

প্রতিদিনের ফজিলতময় বিভিন্ন দোয়াসমূহ


জেনে নিন…

প্রতিদিনের মাসনূন দোয়া, দরুদ ও জিকির

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles