মসজিদে প্রবেশ করার দোয়া
بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
অর্থঃ আল্লাহ তা‘আলার নামে শুরু করছি।আল্লাহ তা‘আলার রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন। (মুসলিম হাদীস নং-৭১৩/ মুসনাদে আহমাদ হাদীস নং-২৬৪৭৩, ২৬৪৭২/ মুসান্নাফে ইবনে আবী শাইবা হাদীস নং- ২৯৭৫৫/ ইবনে মাজাহ হাদীস নং- ৭৭১,মুসনাদে আহমাদ, ৬:২৮৩, হাদীস নং-২৬৪৫৯/মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩৪৩১)
জেনে নিন