হাদীস শরীফে এসেছে, বান্দার দু‘আ সর্বদা কবুল হতে থাকে যতক্ষণ সে কোন গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দু‘আ না করে বা তাড়াহুড়া না করে।1 দু’আ মুমিনের হাতিয়ার। দু’আর মাধ্যমে মুমিন তার কাঙ্খিত চাওয়া আল্লাহর কাছে চায়। সেই দু’আ আল্লাহর দরবারে কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে। এখানে দু’আ মহান আল্লাহর দরবারে কবুল হওয়ার কতগুলো কারণ উল্লেখ করা হলো। আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজ/কারণ থেকে হেফাজত করেন (আমিন)-
দু‘আ কবুলের বাধাসমূহ
- শিরকে লিপ্ত হওয়া।
- কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা।
- মদ্যপানে অভ্যস্ত থাকা।
- পিতা-মাতার নাফরমানিতে লিপ্ত থাকা।
- খাদ্য ও লেবাস-পোশাক হারাম হওয়া।
- কোন গুনাহের বিষয়ে দু‘আ করা।
- দু‘আ করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা। অর্থাৎ একথা বলা যে, আমি অনেক দু‘আ করলাম কিন্তু কবুল হতে দেখলাম না।
বি.দ্র. দু‘আ কবুল হওয়ার অর্থ হচ্ছে, দুনিয়াতেই প্রার্থিত বিষয় লাভ করা বা দু‘আর সওয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা অথবা কোনো মুসীবত দূর করা অথবা গুনাহ মাফ করে দেওয়া।2
তথ্য সূত্র
- সহীহ মুসলিম শরীফ, হাদীস: ২৭৩৫) ↩︎
- সুনানে তিরমিযী, হাদীস:৩৩৮১, ৩৬৭৭ ↩︎