Saturday, November 16, 2024

ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর

ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর



ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর

ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে 
রবীন্দ্রনাথ ঠাকুর

পাকুড় তলির মাঠে
বামুন-মারা দিঘির ঘাটে
আদিবিশ্ব-ঠাকুরমায়ের আসমনি এক চেলা 
ঠিক দুক্ষুর বেলা
বেগনি-সোনা দিক আঙিনার কোনে 
বসে বসে ভূঁইজোড়া এক চাটাই বোনে 
হলদে রঙের শুকনো ঘাসে। 
সেখান থেকে ঝাপসা স্মৃতির কানে আসে 
ঘুম-লাগা রোদ্দুরে
ঝিমঝিমিনি সুরে
		‘ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে,
সুন্দরীকে বিয়ে দিলেম ডাকাত-দলের মেলে।’

সুদূর কালের দারুণ ছড়াটিকে 
স্পষ্ট করে দেখি নে আজ, ছবিটা তার ফিকে। 
মনের মধ্যে বেঁধে না তার ছুরি, 
সময় তাহার ব্যথার মূল্য সব করেছে চুরি।
বিয়ের পথে ডাকাত এসে হরন করলে মেয়ে, 
এই বারতা ধূলোয়-পড়া শুকনো পাতার চেয়ে
উত্তাপহীন, ঝেঁটিয়ে-ফেলা আর্বজনার মতো।
দুঃসহ দিন দুঃখেতে বিক্ষত,
এই কটা তার শব্দমাত্র দৈবে রইল বাকি
আগুন নেভা ছাইয়ের মতন ফাঁকি।
সেই মরা দিন কোন খবরের টানে 
পরল এসে সজীব বর্তমানে। 
		তপ্ত হাওয়ার বাজপাখি আজ বারে বারে
				ছোঁ মেরে যায় ছড়াটারে
এলোমেলো ভাবনাগুলোর ফাঁকে ফাঁকে 
টুকরো করে ওড়ায় ধ্বনিটাকে।
জাগা মনের কোন্‌ কুয়াশা স্বপ্নেতে যায় ব্যেপে,
ধোঁওয়াটে এক কম্বলেতে ঘুমকে ধরে চেপে 
রক্তে নাচে ছড়ার ছন্দে মিলে-
‘ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে।।’

জমিদারের বুড়ো হাতি হেলে দুলে চলছে বাঁশতলায়,
ঢঙঙিয়ে ঘন্টা দোলে গলায়।। 

বিকেলবেলার চিকন আলোর আভাস লেগে 
ঘোলা রঙের আলস ভেঙে উঠি জেগে। 
হঠাৎ দেখি বুকে বাজে টন্টনানি 
পাজরগুলোর তলায় তলায় ব্যাথা হানি।
চটকা ভাঙে যেন খোঁচা খেয়ে, 
কই আমাদের পাড়ার কালো মেয়ে-
	ঝুড়ি ভরে মুড়ি আনত, আনত পাকা জাম,
সামান্য তার দাম;
			ঘরের গাছের আম আনত কাঁচামিঠা,
আনির স্থলে দিতেম তাকে চার-আনিটা।
ওই-যে অন্ধ কলু বুড়ির কান্না শুনি-
ক’দিন হলো জানি নে কোন গোঁয়ার খুনি 
সমত্থ তার নাতনিটিকে 
কেড়ে নিয়ে ভেগেছে কোন্‌ দিকে।
আজ সকালে শোনা গেল চৌকিদারের মুখে,
যৌবন তার দ’লে গেছে, জীবন গেছে চুকে।
বুক ফাটানো এমন খবর জড়ায়
সেই সেকালের সামান্য এক ছড়ায়। 
শাস্রমানা আস্তিকতা ধুলোতে যায় উড়ে- 
“উপায় নাই রে নাই প্রতিকার” বাজে আকাশ জুড়ে।  
অনেক কালের শব্দ আসে ছড়ার ছন্দে মিলে-
‘ঢাকিরা ঢাক বাজায় খালেবিলে,
জমিদারের বুড়ো হাতি হলে দুলে চলছে বাঁশতলায়,
ঢঙঙিয়ে ঘন্টা দোলে গলায়।। 


ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর- Download

  • ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ PDF Download
  • ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ Image Download

ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর
ঢাকিরা ঢাক বাজায় খালে বিলে • রবীন্দ্রনাথ ঠাকুর

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles