চিরদিনের দাগা • রবীন্দ্রনাথ ঠাকুর
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
চিরদিনের দাগা • রবীন্দ্রনাথ ঠাকুর
চিরদিনের দাগা রবীন্দ্রনাথ ঠাকুর ওপার হতে এপার পানে খেয়া-নৌকো বেয়ে ভাগ্য নেয়ে দলে দলে আনছে ছেলে মেয়ে। সবাই সমান তারা এক সাজিতে ভরে-আনা চাঁপা ফুলের পারা। তাহার পরে অন্ধকারে কোন্ ঘরে সে পৌঁছিয়ে দেয় কারে! তখন তাদের আরম্ভ হয় নব নব কাহিনী-জাল বোনা — দুঃখে সুখে দিনমুহূর্ত গোনা। একে একে তিনটি মেয়ের পরে শৈল যখন জন্মাল তার বাপের ঘরে, জননী তার লজ্জা পেল ; ভাবল কোথা থেকে অবাঞ্ছিত কাঙালটারে আনল ঘরে ডেকে। বৃষ্টিধারা চাইছে যখন চাষি নামল যেন শিলাবৃষ্টিরাশি। বিনা-দোষের অপরাধে শৈলবালার জীবন হল শুরু, পদে পদে অপরাধের বোঝা হল গুরু। কারণ বিনা যে-অনাদর আপনি ওঠে জেগে বেড়েই চলে সে যে আপন বেগে। মা তারে কয় ‘ পোড়ারমুখী ', শাসন করে বাপ — এ কোন্ অভিশাপ হতভাগী আনলি বয়ে — শুধু কেবল বেঁচে-থাকার পাপ। যতই তারা দিত ওরে গালি নির্মলারে দেখত মলিন মাখিয়ে তারে আপন কথার কালি। নিজের মনের বিকারটিরেই শৈল ওরা কয়, ওদের শৈল বিধির শৈল নয়। আমি বৃদ্ধ ছিনু ওদের প্রতিবেশী। পাড়ায় কেবল আমার সঙ্গে দুষ্টু মেয়ের ছিল মেশামেশি।
চিরদিনের দাগা • রবীন্দ্রনাথ ঠাকুর- Download
- চিরদিনের দাগা • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ PDF Download
- চিরদিনের দাগা • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ Image Download