Friday, April 18, 2025

বুকে ব্যথা, নাকি পেটে গ্যাস?

শতকরা ৯০ ভাগ মানুষের ক্ষেত্রে বুকের ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়া। এ কারণে ভাবা হয়, পেটের গ্যাস যখন উপরের দিকে চাপ দেয় তখন বুকে ব্যথা হতে পারে। এই বুকে ব্যথা হৃৎপিণ্ড, ফুসফুসজনিত, পাকস্থলী, লিভার ইত্যাদির মধ্যে বিভিন্ন সমস্যার কারণে হতে পারে।

আমরা অনেকেই বুকে ব্যথা হলেই হার্টের ব্যথা মনে করে থাকি। প্রাথমিক পর্যায়ে যখন বুকের ব্যথা হবে তখন হার্টের ব্যথা ভাবা যেমন ঠিক নয়, তেমনি সব বুকের ব্যথা পেটে গ্যাসের ব্যথা এটাও অনুমান করে সময়ক্ষেপণ করা ঠিক নয়।

সব চেয়ে ভালো হয়, বুকের ব্যথার কারণ শনাক্ত করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। হৃদরোগ চিকিৎসক রোগের ইতিহাস শুনে, প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে বুঝবেন বুকের ব্যথার প্রকৃত কারণ কী।

তবে যাদের পরিবারে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, যাদের বয়স ৪০-এর অধিক, স্বাভাবিক কাজকর্ম করতে গেলে বুকে ব্যথা, ক্লান্তিবোধসহ স্বাভাবিক নিঃশ্বাসে কষ্ট হয় অথবা হাঁফ ধরেছে, এমনকি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে বিশ্রাম নিতে হয়, পাশাপাশি বুকের ব্যথা যদি হাতে বা চোয়ালে ছড়িয়ে পড়ে। তবে এ জাতীয় সমস্যা কোনো রোগী থাকলে চিকিৎসকরা নিছক গ্যাসের জন্য বুকের ব্যথা ভাবেন না। তখনই জরুরিভাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে হার্টের কোনো রোগের কারণে বুকের ব্যথা হয়েছে কিনা তা চেকআপ বা কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হৃদরোগ হাসপাতাল বা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles