নেককার মহিলাদের কাহিনী • বনি-ইসরাইলের এক দাসী
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
বনি-ইসরাইলের এক দাসী
হাদীস শরীফে বর্ণিত হয়েছে, বনি-ইসরাইল কওমের একজন স্ত্রীলোক এক শিশুকে দুধ পান করাচ্ছিল। এই সময় বহু শান-শওকতের সাথে এক আরোহী ঐ পথ দিয়ে অতিক্রম করলো। আরোহীকে দেখে মা দোআ করলো, ইয়া আল্লাহ্! আমার ছেলেকে এই রকম বড় শান- শওকতদার বানাইয়া দাও। এটা শুনে ছেলে স্তন্য পান বন্ধ করে বলে উঠল, আল্লাহ্ আমাকে এইরূপ বানাইও না।
কিছুক্ষণ পর একদল লোক এক বাঁদীকে চোর মনে করে ধরে নিয়ে যাচ্চিল। এটা দেখে মা বললো, আল্লাহ্ আমার ছেলেকে এমন বানাইও না। ছেলে দুগ্ধ পান বন্ধ করে বলে উঠলো, ইয়া আল্লাহ্! আমাকে এমনই বানাইয়া দাও।
ছেলের মা ছেলের কথার কোন ভেদ খুজে পেল না। ছেলেকে ধম্কি দিয়ে বলে উঠলো, এ কেমন কথা! উত্তরে ছেলে বললো, উক্ত আরোহী একজন অত্যাচারী যালেম। আর এই বাঁদী নির্দোষ মযলুম। আল্লাহ মযলুমের সাহায্যকারী দোস্ত। বিষয়টি বড়ই প্রণিধানযোগ্য। উক্ত আরোহী সাধারণ সমক্ষে সম্মানের পাত্র কিন্তু আল্লাহ্ তা’আলার নিকট ঘৃণেয় ও নিকৃষ্ট। আর এই বাঁদী সাধারণ সমক্ষে অপমানিত লাঞ্ছিত, কিন্তু আল্লাহ্র দরবারে মকবুল ও সম্মানিত। সাধারণতঃ গরীব দুর্বলের উপর সামান্য সন্দেহ করেই যা-তা ব্যবহার করা হয়। অথচ তা করা উচিত নয়। বস্তুতঃ সে নির্দোষ, আল্লাহর মকবুল বান্দা।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)