Sunday, December 22, 2024

বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত

বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত



বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত

বঙ্গভূমির প্রতি
মাইকেল মধুসুদন দত্ত

রেখো, মা, দাসেরে মনে, 		এ মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো 		তব মনঃ কোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ-- আকাশ হতে,-- 		নাহি খেদ তাহে।
জন্মিলে মরিয়ে হবে,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর,		হায়রে জীবন-নদে?
কিন্ত যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে নাগো,		পড়িলে অমৃত-হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে সদা		সেবে সর্বজন;--
কিন্ত কোন্‌ গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি,		কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর	দেহ দাসে, সুবরদে!
ফুটি যেন স্মৃতি-জলে
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস		কি বসন্ত, কি শরদে!


বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত- Download

  • বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত ➜ PDF Download
  • বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত ➜ Image Download

বঙ্গভূমির প্রতি • মাইকেল মধুসুদন দত্ত

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles