Monday, December 23, 2024

বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

  • প্রথমেই বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিন এবং আপনার নিকটস্থ পাসপোর্ট অফিস (ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর) থেকে পাসপোর্ট করুন। অনলাইনেও ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।
  • লাভ-ক্ষতির হিসাব করে তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন। যেমন- দেশেই যদি এর চাইতে ভালো কিছু করা যায় তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কতটুকু যুক্তিযুক্ত হবে, বিদেশে গিয়ে কি ধরণের কাজ করতে হবে, কি ধরণের সুযোগ সুবিধা পাওয়া যাবে ইত্যাদি।
  • পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন তে গিয়ে নিবন্ধন করুন।
  • গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
  • পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
  • সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
  • ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।
  • বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
  • বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।
  • বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন।
  • বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
  • সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন।
  • অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
  • প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।
  • বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে সহজ শর্তে স্বল্প সুদে র্্ণ নিন।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles