Sunday, February 23, 2025

নেককার মহিলাদের কাহিনী • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা

আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা

মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।


আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা

বিবি রহিমা নবী আইয়ূব (আঃ)-এর বিবি। একদা নবীর তামাম দেহ দুর্গন্ধময় ঘায়ের দরুন ক্ষত বিক্ষত হয়ে যায়। তখন সমস্ত চাকর-চাকরাণী, দাস-দাসী নবীকে পরিত্যাগ করে চলে যায়। কিন্তু সেই ভয়াবহ সংকটকালেও বিবি রহিমা স্বামীকে ছেড়ে যাননি। সর্বদা স্বামীর খেদমতে মশগুল থাকেন।

ঘটনাচক্রে একবার তিনি নির্দিষ্ট সময়ে স্বামীর খেদমতে হাজির থেকে পারেননি। এর মূলেও ছিল ইবলিসের কারসাজি। ইবলীস্ মানুষের আকৃতিতে এসে আইয়ূব নবীর নিকট মিথ্যা তোমত লাগিয়েছিল। ফলে নবী রাগান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে, তিনি আরোগ্য লাভ করে বিবি রহিমাকে একশত দোর্রা মারবেন। অতঃপর নবী সুস্থ হয়ে উক্ত ওয়াদা পুরা করতে ইচ্ছা করলেন। এমন সময়ে আল্লাহ্ তা’আলা ওহী নাযিল করলেন, হে নবী! আপনি শত শলা বিশিষ্ট একটি ঝাড়ু নিয়ে তাঁকে মাত্র একবার প্রহার করুন, তবেই আপনার কসম পুরা হবে।

হযরত বিবি রহীমা নারী জাতির আদর্শ। তিনি ধৈর্য ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক। নবীর ভীষণ বিপদের সময় যখন সকল বাঁদী-দাসী তাঁর সাহচর্য ত্যাগ করলো, অন্যান্য বিবিগণ নবীকে ফেলে চলে গেল, সেই মুহূর্তে বিবি রহিমা স্বামীর সেবায় নিমগ্না রইলেন। এই নির্মল স্বামী-ভক্তি, খেদমত ও ছবর এখতেয়ার করার দরুন বিবি রহিমাকে ভীষণ শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ্ তা’আলা স্বয়ং তাঁর সুপারিশ কোরআন শরীফে উল্লেখ করেছেন।

নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী

হযরত হাওয়া (আঃ)হযরত সারা (আঃ)হযরত হাজেরা (আঃ)হযরত ইসমাঈল (আঃ)-এর বিবিবাদশাহ্ নমরুদের কন্যাআইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমাহযরত ইউসুফ (আঃ)-এর খালাহযরত মূসা (আঃ)-এর মাতাহযরত মূসা (আঃ)-এর বোনহযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরাহযরত বিবি আছিয়াফেরাউনের কন্যা ও বাঁদীহযরত মূসার এক বৃদ্ধা লস্করহাইসূরের ভগ্নীহযরত বিলকিসবনি-ইসরাইলের এক দাসীবনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারীহযরত বিবি মারইয়ামহযরত খাদিজাহযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •

তথ্যসূত্র

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles