নেককার মহিলাদের কাহিনী • হযরত বিবি মারইয়াম
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
হযরত বিবি মারইয়াম
বিবি মারইয়ামের জন্মের পূর্বে তাঁর মাতা মান্নত করেছিলেন—তার পেটের সন্তানকে তিনি মসজিদের খেদমতের জন্য ছেড়ে দিবেন। এরপর হযরত মারইয়ামের জন্ম হলো। তাঁর মাতা স্বীয় মান্নত পুরা করার জন্য জন্য বায়তুল মোকাদ্দেসে উপস্থিত হলেন। সমবেত বুযুর্গগণের নিকট আরয করলেন, এই মেয়েটি মান্নতের, এটাকে রাখুন।
সকলেই মেয়েটির অপূর্ব আকৃতি-প্রকৃতি ও রূপ-লাবণ্যে মুগ্ধ হয়ে মেয়েটির লালন-পালন করার জন্য জন্য আগ্রহ প্রকাশ করলো। তন্মধ্যে হযরত যাকারিয়া (আঃ)-ও ছিলেন। তিনি সম্পর্কে বিবি মারইয়ামের খালু হন। বহু বাদানুবাদের পর স্থির হলো মেয়ের লালন-পালন করবেন হযরত যাকারিয়া (আঃ)।
অল্পদিনেই যথাযথ আদর যত্নে তিনি বাড়িয়া উঠলেন। দেখতে দেখতে শেয়ানা হয়ে গেলেন। আল্লাহ্ তা’আলা বিবি মারইয়ামকে কোরআন পাকে ‘ওলী’ ফরমাইয়াছেন। অনেক সময় গায়েব থেকে তাঁর নিকট সুস্বাদু ফল-মূল আসিত। হযরত যাকারিয়া আলাইহিস সালাম এইসব সম্পর্কে প্রশ্ন করলে, তিনি উত্তরে বলিতেন, এই সমস্তই আল্লাহ্ তা’আলার তরফ থেকে প্রেরিত হয়ে থাকে। মোটকথা, বিবি মরইয়মের তামাম জেন্দেগীই অলৌকিক। এমনকি পরিণত বয়সে তিনি আল্লাহ্ তা’আলার অসীম কুদরতেই গর্ভবতী হন বিনা স্বামীতে। আর এই সন্তানই হলেন হযরত ঈসা আলাইহিস সালাম।
বিনা স্বামীতে সন্তান লাভ হওয়ায় জন-সাধারণ সতী সাধ্বী বিবি মারইয়ামকে গালিগালাজ করতে লাগলো। নানা জনে নানা তোমত দিতে লাগলো। আল্লাহ্ তা’আলা বিবি মারইয়ামের সন্তান হযরত ঈসা (আঃ)-কে জন্মের পরক্ষণেই কথা বলার শক্তি দান করেন। সদ্য-প্রসূত শিশুর মুখে স্পষ্ট কথা শুনে সকলেই বুঝতে পারলো যে, তাঁর বিনা বাপে জন্ম হওয়া, একমাত্র সর্বশক্তিমানের অসীম কুদরত। বস্তুতঃ বিবি মারইয়াম নির্দোষ নিষ্কলুষ সতী নারী। এটাতে কোন সন্দেহ নাই। হুযূরে আকরাম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, নারী জাতির মধ্যে মাত্র দুইজন কামেল বুযুর্গ আছেন একজন বিবি মারইয়াম, অন্যজন বিবি আছিয়া।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)