Sunday, December 22, 2024

বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর



বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর

বাঁশি 
রবীন্দ্রনাথ ঠাকুর

কিনু গোয়ালার গলি।  
দোতলা বাড়ির 
লোহার-গরাদে-দেওয়া একতলা ঘর 
পথের ধারেই। 
লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, 
মাঝে মাঝে স্যাঁতাপড়া দাগ। 
মার্কিন থানের মার্কা একখানা ছবি 
সিদ্ধিদাতা গণেশের 
দরজার ‘পরে আঁটা। 
আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব
এক ভাড়াতেই, 
সেটা টিকটিকি। 
তফাত আমার সঙ্গে এই শুধু, 
নেই তার অন্নের অভাব। 

বেতন পঁচিশ টাকা, 
সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। 
খেতে পাই দত্তদের বাড়ি 
ছেলেকে পড়িয়ে। 
শেয়ালদা ইস্টিশনে যাই, 
সন্ধেটা কাটিয়ে আসি, 
আলো জ্বালাবার দায় বাঁচে। 
এঞ্জিনের ধস্‌ ধস্, 
বাঁশির আওয়াজ, 
যাত্রীর ব্যস্ততা, 
কুলি-হাঁকাহাকি। 
সাড়ে-দশ বেজে যায় 
তারপরে ঘরে এসে নিরালা নিঃঝুম অন্ধকার।।

ধলেশ্বরী নদীরতীরে পিসিদের গ্রাম-
তাঁর দেওরের মেয়ে,
অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। 
লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল- 
সেই লগ্নে এসেছি পালিয়ে।
মেয়েটা তো রক্ষে পেলে, 
আমি তথৈবচ;
ঘরে তে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া-
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।।

বর্ষা ঘনঘোর। 
ট্রামের খরচা বাড়ে, 
মাঝে মাঝে মাইনেও কাটা যায়। 
গলিটার কোনে কোনে 
জমে ওঠে পচে ওঠে 
আমের খোসা ও আঁঠি, কাঠালের ভূতি,
	মাছে কানকা,
মরা বেড়ালের ছানা-
ছাইপাঁশ আরো কত কি যে। 

ছাতার অবস্থাখানা জরিমানা-দেওয়া 
মাইনের মতো, 
বহু ছিদ্র তার। 
আপিসের সাজ 
গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন, 
সর্বদাই রসসিক্ত থাকে। 
বাদলের কালে ছায়া
স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে 
কলে-পড়া জন্তুর মতন 
				মুর্ছায় অসাড়। 
দিনরাত মনে হয় কোন্‌ আধমরা 
জগতের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি।।

গলির মোড়েই থাকে কান্ত বাবু- 
যত্নে-পাট-করা লম্বা চুল,
বড়ো বড়ো চোখ,
শৌখিন মেজাজ।
কর্নেট বাজানো তার শখ।

মাঝে মাঝে সুর জেগে ওঠে 
এ গলির বীভৎস বাতাসে-
কখনো গভীর রাতে,
ভোরবেলা আধো-অন্ধকারে,
কখনো বৈকালে 
ঝিকিমিকি আলোয়-ছায়ায়।
হঠাৎ সন্ধ্যায়
সিন্ধুবারোয়াঁয় লাগে তান, 
সমস্ত আকাশে বাজে
অনাদি কালের বিরহবেদনা।
তখনি মুহূর্তে ধরা পড়ে 
এ গলিটা ঘোর মিছে
দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। 
হঠাৎ খবর পাই মনে,
আকবর বাদশার সঙ্গে
হরিপদ কেরানির কোনো ভেদ নেই। 
বাঁশির করুণ ডাক বেয়ে
ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে 
এক বৈকুষ্ঠের দিকে।
এ গান যেখানে সত্য
অনন্ত গোধুলি লগ্নে 
সেইখানে 
বহি চলে ধলেশ্বরী,
তীরে তমালের ঘন ছায়া-
আঙিনাতে
যে আছে অপেক্ষা ক’রে, তার 
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।। 


বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর- Download

  • বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ PDF Download
  • বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ Image Download

বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁশি • রবীন্দ্রনাথ ঠাকুর

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles