Monday, December 23, 2024

এক্সরে স্থাপনা/বিকিরণ উৎস উৎপাদনকারী যন্ত্রপাতির নতুন লাইসেন্স গ্রহণের সাধারণ নিয়মাবলী

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ– এ এক্সরে স্থাপনা/বিকিরণ উৎস উৎপাদনকারী যন্ত্রপাতির নতুন লাইসেন্স গ্রহণের সাধারণ নিয়মাবলী

  • বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্র (যেমন: Radiography Unit, Mobile X-ray Unit, X-ray, CT Machine, C-arm, Mammography Unit, Angiogram Unit, Dental X-ray, OPG Unit, Bone Densitometry ইত্যাদি) এর লাইসের জন্য  (‘গ’-শ্রেণির) আবেদন ফরম ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) এর নীচ তলার বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা বিভাগ (কক্ষ নং-১০৩) হতে সংগ্রহ করতে হবে।
  • আবেদনপত্র ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। প্রয়োজনে অত্র কর্তৃপক্ষের বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে।
  • পূরণকৃত আবেদন ফরমে আবেদনকারীর/লাইসেন্সধারীর পূর্ণ নাম (বাংলায় এবং ইংরেজীতে), পদবী স্বাক্ষর ও সীলসহ তারিখ অবশ্যই থাকতে হবে।

  • “বাপশনিক রেগুলেটরী ফি” অথবা ‘BAERA Regulatory Fee’ এই শিরোনামে পানিবিনি বিধিমালা-৯৭ এর তফসীল-৬ অনুষাযী প্রতিটি মেডিকেল ডায়াগনস্টিক এক্স-রে মেশিনের জন্য ফি (১৫% ভ্যাটসহ) (১৫,০০০/-+২,২৫০/) -১৭,২৫০/-সেতের হাজার দুইশত পঞ্চাশ) টাকা যে কোন ব্যাংকের পে-র্ভার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পূরণকৃত ফরমের সাথে জমা দিতে হবে। উল্লেখ্য যে, ব্যাংকের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ছাড়া কোন নগদ টাকা গ্রহণ করা হয় না।
  • পূরণকৃত আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে:
    • লাইসেন প্রাপ্তির নিমিত্তে চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাঁও শেরে বাংলা নগর, ডাক্স বক্স নং-২৪০, ঢাকা-১২০৭। বরাবর লিখিত একটি আবেদনপত্র;
    • প্রদানকৃত ফি এর উপর ১৫% হারে ভ্যাট বাবদ অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।
    • ফি এবং ভ্যাট বাবদ প্রদত্ত সমস্ত টাকা একত্রে যে কোন ব্যাংক থেকে “বাপশনিক রেগুলেটরি ফি” অথবা ‘BAERA Regulatory Fee’ শিরোনামে পে-অর্ডার/ডি ডি এর মাধ্যমে প্রদান করতে হবে।
    • যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম [বি. দ্রঃ (১) আবেদন ফরমে লাইসেন্সধারী ও RCO এর নাম এবং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা অবশ্যই বাংলায় ও ইংরেজিতে পূরণ করতে হবে। (২) আবেদন ফরমের ১০ নং ক্রমিকের টেবিল এ মেশিনের মডেল, কিলোভোন্ট (Kv), মিলি অ্যাম্পিয়ার (mA), নিয়ন্ত্রণ প্যানেল ও টিউব হেডের সিরিয়াল নং অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে|]
    • যথাযথভাবে পুরণকৃত বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তার আবেদন পত্র যা অফিস থেকে সরবরাহ করা হয়েছে;
    • বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি;
    • বিকিরণ কর্মীদের ব্যক্তি পরীবিক্ষণের জন্য স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগ, পরমাণু শক্তি কেন্দ্র, ৪ কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউ, পোঃ বক্স নং-১৬৪, রমনা, ঢাকা-১০০০ (ফোনঃ ৮৬২১৩২১, ৯৬৭৫০১১, ফ্যাক্স ৮৬১৩০৫১) হতে টিএলডি ব্যাজ প্রাপ্তির প্রমাণপত্র অথবা প্রাপ্তির নিমিত্তে আবেদনপত্রের সত্যায়িত কপি।
    • ব্যবসা পরিচালনার জন্য সরকার কর্তৃক অনুমোদিত বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি প্রদান করতে হবে।
    • এক্স-রে রুমের নকশা প্রদান করতে হবে।
    • অনুঃ-৪-এ বর্ণিত লাইসেন্স ফি প্রদানের প্রমাণপত্র পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর মূল কপি।

  • প্রয়োজনীয় কাগজপত্রের অভাব, অসম্পূর্ণ আবেদনপত্র অথবা লাইসেন্স ফি প্রদানের প্রমাণ (অর্ডার/ব্যাংক ড্রাফট) এর মধ্যে কোন সমস্যা থাকলে লাইসেন্স প্রদানের প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
  • পরিপূর্ণ তথ্য অত্র কর্তৃপক্ষে পৌছানোর তারিখ দরখাস্ত গ্রহণের তারিখ হিসাবে গন্য হবে।
  • আবেদনপত্র গ্রহণ করার পর প্রয়োজনীয় ক্ষেত্রে পরিদর্শন সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হবে।
  • COVID-19 মহামারীর কথা বিবেচনা করে Virtual Inspection সম্পন্ন করার জন্য একটি বিশ্বস্ত Email ঠিকানা এবং Phone Number আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
  • Virtual Inspection এর তথ্য সংযুক্ত চাহিদা অনুযায়ী প্রেরণ করতে হবে।
  • পরিপূর্ণ ঠিকানা সম্বলিত অগ্রায়নপত্র ছাড়া কোন তথ্য গ্রহণ করা হবে না।

উপরোক্ত বিষয়ে আরো অতিরিক্ত তথ্য/ব্যাখ্যার প্রয়োজন হলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে এবং পরিপূর্ণ ঠিকানা সম্বলিত অগ্রায়ণপত্র ছাড়া কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ই-১২/এ, আগারগাও, শেরে বাংলা নগর, ডাক বাক্স নং-২৪০, ঢাকা-১২০৭।, Email: info@baera.gov.bd, Website: www.baera.gov.bd

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles