উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
আজ নগদ কাল বাকী
এক গ্রামে বাস করত এক অত্যাচারী কৃপণ মোড়ল। সে বাকিতে জিনিস নিয়ে দোকানদারদেরকে টাকা দিতো না। এ অত্যাচারে দোকানীরা যখন অতিষ্ট হয়ে গেল, তখন সকলে মিলে বুদ্ধি আঁটতে লাগল, কি করে এ কৃপণ মোড়লকে কাবু করা যায়। তখন গ্রামেগঞ্জে সকল স্থানেই ছড়িয়ে পড়েছিল নাসির গাজীর খ্যাতি। তাই একজন বলল, নাসির গাজীকে ব্যাপারটা জানালে কেমন হয়? সবাই বলল, এছাড়া তো কোন উপায়-ই দেখছিনা।
সকলের পক্ষ থেকে একজনকে নাসির গাজীর দরবারে পাঠানো হল। নাসির গাজী তার সব কথা শুনে সুব্যবস্থার আশ্বাস দিয়ে তাকে বিদায় করে দিলেন। নাসির গাজী ভাবতে লাগলেন, কিভাবে গ্রামের লোকদেরে মোড়লের হাত থেকে মুক্ত করা যায়?
নাসির গাজী ছিলেন অনেক বুদ্ধিমান। তাই উত্তর বের করতে তার বেশী দেরী হলো না। তিনি খুব ভেবে চিন্তে পরদিন ভোর বেলা ঐ গ্রামের দিকে রওয়ানা হলেন। ঐ গ্রামে গিয়ে প্রত্যেক দোকানের সামনে লিখে দিলেন একটি করে পোষ্টার। তারপর সকলকে এ বলে চলে এলেন যে, মোড়ল এলে এ পোষ্টার দেখিয়ে দিবে। তারপর এ পোষ্টারে যা লেখা আছে, প্রত্যেক দিন তা-ই করবে।
মোড়ল এলো। কিন্তু যে দোকানে যায়, সবাই একই কথা বলে। ঘুরে ঘুরে হয়রান হয়ে এক দোকানে গিয়ে বসে বলল, ১ কেজি ময়দা দিন। লোকটি তখন বলল, ওখানে কি লেখা আছে দেখুন। মোড়ল ওখানে তাকিয়ে বলল, ওখানে তো লেখা- ‘আজ নগদ কাল বাকী।’ দোকানদার হেসে বলল, তবে তা-ই করুন। আজ নগদ নিন। মোড়ল অগত্যা পকেট থেকে টাকা বের করে ময়দা নিয়ে বাড়ীর দিকে যেতে শুরু করল। আর মনে মনে ভাবল-কাল তো বাকী পাবোই। পরের দিন এসে দোকানদারকে মোড়ল বলল, ১ কেজি চাউল, আধা সের ডাল দাও। টাকা পরে নিও। দোকানদার বলল, দেখছেন না- এখানে কি লেখা? মোড়ল বলল- লেখা আছে, ‘আজ নগদ-কাল বাকী।’ সে তো গতকাল ছিল। দোকানদার বলল, আরে মোড়ল সাহেব! আজ কি কখনও গতকাল হয়? তখন নিরুপায় হয়ে কোথায়ও বাকীতে না পাওয়ায় মোড়ল নগদ টাকার সদাই নিল। নাসির গাজীর বুদ্ধিতে মোড়লের হাত থেকে গ্রামবাসী রক্ষা পেয়ে তার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা