গোপনীয় অনুবেদনের প্রয়োজনীয়তা ও গোপনীয় অনুবেদন দাখিল/অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষরের সাধারণ নিয়মাবলি
গোপনীয় অনুবেদনের প্রয়োজনীয়তা
- নির্দেশনার সোপান/প্রশাসনিক নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ;
- কর্মকর্তা/কর্মচারির জবাবদিহিতা নিশ্চিতকরণ;
- কার্যসম্পাদনে উন্নতিসাধন নিশ্চিতকরণ;
- কর্মকর্তা/কর্মচারির কর্মসম্পাদনের ক্রমঃপূঞ্জিভূত প্রস্তুতকরণে নিয়ামক হিসাবে ব্যবহার;
- সর্বোপরি কর্মকর্তা/কর্মচারির কর্মজীবন পরিকল্পনায় সহায়ক অনুঘটক হিসাবে ব্যবহার;
গোপনীয় অনুবেদনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
- অনুবেদনাধীন কর্মকর্তা/কর্মচারি বলতে যে কর্মকর্তা/কর্মচারির অনুবেদন লিখা হচ্ছে সে কর্মকর্তা/কর্মচারিকে বুঝাবে।
- অনুবেদনকারী কর্তৃপক্ষ বলতে প্রশাসনিক সোপানে অনুবেদনাধীন কর্মকর্তার সরাসরি নিয়ন্ত্রণকারী উর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাবে যিনি অনুবেদনাধীন কর্মকর্তার গোপনীয় অনুবেদন লিখনসহ অনুস্বাক্ষর করবেন।
- প্রতিস্বাক্ষরকারী কর্তৃপক্ষ বলতে প্রশাসনিক সোপানে অনুবেদনকারী কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণকারী উর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাবে যিনি অনুবেদনাধীন কর্মকর্তার গোপনীয় অনুবেদন প্রতিস্বাক্ষর করবেন।
গোপনীয় অনুবেদন দাখিল/অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষরের সাধারণ নিয়মাবলি
- কাঁটাছেঁড়া/ঘষামাজা/ফ্লুইড ব্যবহার করা যাবে না। একটানে কেটে পুণরায় লিখতে হবে।
- গোপনীয় অনুবেদন পঞ্জিকাবর্ষ ভিত্তিক হবে।
- কর্মকাল নুন্যতম ০৩ (তিন) মাস হলে, প্রত্যেক অনুবেদনকারী/প্রত্যেক কর্মস্থলের জন্য পৃথক আংশিক গোপনীয় অনুবেদন আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
- অগ্রায়নপত্রে স্মারক, তারিখ, স্বাক্ষর এবং সীলগালাকৃত খাম হতে হবে।
- Advertisement -