করোনার টিকা পেতে নির্দিষ্ট ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। এজন্য তিনটি ধাপ সম্পন্ন করতে হবে।
কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া
অনলাইনে নিবন্ধন: প্রথমে এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।
SMS নোটিফিকেশন:অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।
টিকাকেন্দ্রেটিকাগ্রহণ:মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড, জাতীয় পরিচয়পত্র ও স্বাক্ষরিত সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখ ও টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্দিষ্ট সময়ে জানিয়ে দেয়া হবে কবে কোথায় টিকা দেয়া হবে। শুধুমাত্র ১৮ বছরের বেশি বয়সী মানুষেরা এই টিকা নিতে পারবেন এবং নিবন্ধন করতে পারবেন। কারণ অপ্রাপ্তবয়স্কদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি।
পরিচয় যাচাইয়ে এই অ্যাপে ১৮টি শ্রেণি করা হয়েছে, যার একটি সিলেক্ট করার পর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন শুরু করতে হবে।
কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন
নির্দিষ্ট ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “স্টেটাস যাচাই” বাটনে ক্লিক করলে স্টেটাস জানা যাবে। অর্থাৎ কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানা যাবে। যাচাইয়ের লিংক
কোভিড-১৯ ভ্যাকসিন কার্ড সংগ্রহ
নির্দিষ্ট ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে “যাচাই করুণ” বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে “ভ্যাকসিন কার্ড ডাউনলোড” বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সম্পূর্ণ নিয়মাবলী
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের গ্রহনের জন্য ওয়েব পোর্টাল ব্যবহার সহায়িকা ডাউনলোড করে নিতে পারেন।
ট্যাগসমূহ: