ঘুম না এলে যে দু‘আ পড়তে হয়
اَللّٰهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا اَظَلَّتْ وَرَبَّ الْاَرَضِيْنَ وَمَا اَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِيْنَ وَمَا اَضَلَّتْ كُنْ لِّيْ جَارًا مِّنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيْعًا اَنْ يَفْرُطَ عَلَيَّ اَحَدٌ مِّنْهُمْ اَوْ اَنْ يَّبْغِيَ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ لَاۤ اِلٰهَ غَيْرُكَ لَاۤ اِلٰهَ اِلَّا اَنْتَ .
অর্থঃ হে আল্লাহ! আপনি সপ্ত আকাশের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক, যার উপর সপ্তম আকাশ বিস্তার করে আছে এবং যিনি সমগ্র জমিনের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক যা সমগ্র জমিন বহন করে আছে এবং যিনি শয়তান ও ঐ লোকদের প্রতিপালক যাদেরকে শয়তান গোমরা করেছে। হে প্রতিপালক আল্লাহ! আপনি সমগ্র মাখলুকের অনিষ্ট হতে আমার রক্ষাকারী এবং আশ্রয়দাতা হয়ে যান। যাতে এ সকল মাখলুকের মধ্য হতে কোন মাখলুক আমার উপর অত্যাচার-অবিচার করতে না পারে। নিশ্চয়ই একমাত্র আপনার আশ্রিত ব্যক্তিই প্রভাবশালী নিরাপদ এবং একমাত্র আপনার প্রশংসাই অতি মহান। আপনি ছাড়া অপর কোন মা‘বুদ নেই। একমাত্র আপনি ইবাদতের যোগ্য। (তিরমিযী হাদীস নং-৩৫২৩)
প্রতিদিনের মাসনূন দোয়া, দরুদ ও জিকির
দু‘আ শুরু করার নিয়ম • দু‘আ শেষ করার নিয়ম • কোন বিপদ দেখলে যে দোয়া পড়তে হয় • মসজিদে প্রবেশ করার দোয়া • সহবাসের পূর্বে যে দু‘আ পড়তে হয় • বীর্যপাতের সময় (মনে মনে) পড়ার দু‘আ • জ্বর হলে যে দু‘আ পড়তে হয় • ঋণ পরিশোধ ও পেরেশানী দূর হওয়ার দু’আ • বদ নযর থেকে হেফাযতের দু‘আ • যমযমের পানি পান করার দু‘আ • ফজর এবং মাগরিবের পর পড়ার দু’আ • দাওয়াত খাওয়ার দু‘আ • যানবাহনে আরোহণের দু‘আ • ঘুম না এলে যে দু‘আ পড়তে হয়