পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী কর্মী মৃত্যুবরণ করেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক এ সকল কর্মীর মৃতদেহ দেশে আনয়ন এবং তাঁদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কিছু কিছু ক্ষেত্রে মৃতের পরিবারের মতামত সাপেক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মৃতদেহ স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।
বিদেশে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে সেদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কর্মীর বকেয়া পাওনা এবং নিয়োগের চুক্তি/শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয় এবং প্রাপ্য অর্থ মৃত কর্মীর অভিভাবকদের নিকট হস্তান্তর করার নিয়ম রয়েছে।
কিন্তু বিদেশে কোন বাংলাদেশী কর্মী মারা গেলে কিভাবে প্রবাসী মৃত ব্যাক্তির লাশ দেশে ফিরিয়ে আনা হয়? এ বিষয়ে অনেকেই বিস্তারিত জানেন না। মৃত কর্মীর পরিবারকে সরকার কি কি আর্থিক সুবিধা দিয়ে থাকে তা অনেকেই জানেন না। প্রবীর মৃত্যুর টাকার জন্য কোথায় যেতে হয়? কিভাবে কি করতে হয় তার খুবই সমস্যায় পড়তে হতে পারে। তাই জেনে নিন এ বিষয়ে বিস্তারিত তথ্য।
বিদেশে মৃত বাংলাদেশী কর্মীর লাশ ফেরত আনার ক্ষেত্রে কতদিন সময় লাগে
সরকারি নির্দেশনা অনুযায়ী বিদেশে মৃত বাংলাদেশী কর্মীর লাশ ফেরত আনার ক্ষেত্রে সময় লাগে ৩-১০ দিন। আর ক্ষতিপূরণ আদায় করতে সর্বোচ্চ ০৬ মাস লাগতে পারে। এজন্য সরকারি কোন ফি প্রদানের প্রয়োজন হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এর সকল কার্যক্রম সম্পন্ন করা হয়।
সরকারি এ সেবা পাওয়া যাবে-
- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সদর দপ্তর
- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও)
- বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে।
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ-
- হসপিটালের কাগজপত্র
- পাসপোর্ট, ভিসা, কাজের চুক্তিপত্রের কপি
- এয়ারওয়েজ ডকুমেন্ট
- ওয়ারিশনামা/চেয়ারম্যান/নোটারি পাবলিক/ম্যাজিস্ট্রেট-এর প্রত্যায়িত হলফনামা ইত্যাদি
- তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)/দূতাবাসের মতামত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কল্যাণ বিধিমালা-২০০২ অনুযায়ী এ সেবা যে কোন বাংলাদেশি নাগরিক পেতে পারে।
প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনায় প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সেবা প্রদানের জন্য ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চালু করা হয় ডিজিটাল হেল্প ডেস্ক। এটি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকে। হেল্প ডেস্কের নম্বরগুলো হলো ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩, ৯৩৩৪৮৮৮। এসব নম্বরে ফোন করে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা সমস্যা ও সাহায্যের কথা জানাতে পারেন। এগুলো লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট শাখা, মন্ত্রণালয়, অন্যান্য দফতর/সংস্থা ও বিদেশে অবস্থিত শ্রম উইংয়ে জানানো হয়। পরবর্তী সময়ে সেবা প্রার্থীকে এ বিষয়ে তথ্য দেওয়া হয়।
মৃত ব্যক্তির লাশ দেশে আনয়নের প্রয়োজনীয় ফরম (নমুনা) সমূহ
আর্থিক সাহায্য মঞ্জুরীসহ সকল ফরম ও ফরমের নমনু কপি একসাথে ডাউনলোড করুন