▶ প্রশ্ন: বাইয়ে মুশারাকা কী? বাইয়ে মুশারাকার প্রকারভেদগুলো লিখ। ▶ বিষয়: IST-605 : Trade, Commerce and Business Studies in Islam ▶ কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)
বাইয়ে মুশারাকা কী? বাইয়ে মুশারাকার প্রকারভেদগুলো লিখ।
ভূমিকা
মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ অর্জনের পথ প্রশস্ত করার জন্যই ইসলামে অংশীদারি ব্যবসায়কে হালাল করা হয়েছে। সমাজে অনেকের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি থাকে। এ পুঁজির দ্বারা এককভাবে কোনো কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয় না। তাই ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সমন্বয়ে বড় ধরনের উদ্যোগ গ্রহণ সম্ভব হয়। ফলে বিনিয়োগ বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়। সর্বোপরি ইসলামী সমাজের ভ্রাতৃত্ব ও ভালো কাজের সহযোগিতার বিষয়টিও মুশারাকা পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত হয়।
বাইয়ে মুশারাকা এর পরিচয়
‘বাইয়ে’ আরবী শব্দ। এর অর্থ হলো ক্রয়-বিক্রয়। আর মুশারাকা শব্দটি আরবী শিরকাতুন থেকে এসেছে। শিরকাত অর্থ শরীক হওয়া বা অংশীদার হওয়া তাই শাব্দিক দিক থেকে মুশারাকা অর্ধ অংশীদারিত্ব। অন্য কথায় বলতে গেলে মুশারাকা অর্থ হলো কোনো বিষয়ে পরস্পর একে অন্যের অংশীদার হওয়া।
No posts
মুশারাকার প্রকারভেদ
মুশারাকা বলতে সাধারণত ‘শিরকাতুল আকদ’ কে বুঝায়। শিরকাতুল আকদ হলো চুক্তি ভিত্তিক অংশীদারি ব্যবসা (Partnership Business)। শিরকাতুল প্রধানত চার প্রকার। যেমন-
- শিরকাতুল মুফাওয়াদা- সমতাভিত্তিক অংশীদারিত্ব
- শিরকাতুল ইনান- অসম অংশীদারিত্ব
- শিরকাতুল উজুহ – সুনামভিত্তিক অংশীদারিত্ব
- শিরকাতুল আবদান- স্বশরীরে উপস্থিতিমূলক অংশীদারিত্ব।
শিরকাতুল আকদের প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় নিম্নে তুলে ধরা হলো:
শিরকাতুল মুফাওয়াদা বা সমতাভিত্তিক অংশীদারিত্ব
ব্যবসায়ে অংশীদারদের পুঁজি ব্যবস্থাপনা ও ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে সমতা থাকলে তাকে শিরকাতুল মুফাওয়াদা বা সমতাভিত্তিক অংশীদারিত্ব বলে। সমঅংশীদারি কারবারে সকল অংশীদারের মূলধন লাভ লোকসান ও দায়দায়িত্ব সমান হয়। এ কারবারে পুঁজির কমবেশি বয়সের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক, ও জাতি ভেদ ভিন্ন হলে তা বৈধ হবে না। ইমাম আযম আবু হানিফা ও ইমাম মালিক (রহ.) এটাকে অবৈধ বলেছেন কারণ সকল পর্যায়ে সমতা বজায় রেখে অংশীদার কারবার করা খবুই কষ্ট এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন অপকারিতা ও ক্ষতির দিক লক্ষ্য করা যায়।
শিরকাতুল ইনান বা অসম অংশীদারিত্ব
অসম অংশীদারিত্ব বা স্বাধীন অংশীদারিত্বকে ইনান বলে আখ্যায়িত করা হয়। এ ক্ষেত্রে মূলধন, ব্যবস্থাপনা ও লাভে সমান অংশীদারিত্ব বাধ্যতামূলক নয়। একজনের চেয়ে অন্যের মূলধন কমবেশি হতে পারে। একজন অংশীদারকে ব্যবস্থাপনার দায়িত্বও দেয়া যেতে পারে। এভাবে লাভও সমানভাবে বণ্টিত হওয়া বাধ্যতামূলক নয় এবং চুক্তিতে লাভের অনুপাত যেভাবে উল্লেখ থাকবে ঠিক সেভাবেই বণ্টিত হবে। অন্যদিকে লোকসান হলে চুক্তি হারে মূলধনের অনুপাতে সবাই বহন করবে।
শিরকাতুল উজ্জুহ বা সুনামভিত্তিক অংশীদারিত্ব
যে অংশীদারি ব্যবসা সুনাম (good will) কে পুঁজি করে পরিচালিত হয় তাকে শিরকাতুল উজুহ বা সুনাম ভিত্তিক অংশীদারিত্ব বলে। এ ধরনের ব্যবসায় একাধিক ব্যক্তি ব্যবসায়ে পুজি বা মূলধন বিনিয়োগ না করে ব্যবসায়ী মহলে তাদের সুনাম ও বিশ্বস্ততাকে ব্যবহার করে অন্যের নিকট থেকে বাকিতে দ্রব্য ক্রয়পূর্বক নগদে বিক্রি করার মাধ্যমে ব্যবসা করে থাকে এবং তা থেকে অর্জিত লাভ চুক্তি অনুযায়ী ভাগ করে নেয়। ব্যবসায়ে প্রত্যেক অংশীদারের মালিকানা তাদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারণ করা, সেভাবে লাভ ভাগ করে নেয়া এবং সে অনুযায়ী লোকসান বহন করাই হলো শিরকাতুল উজুহ বা সুনামভিত্তিক অংশীদারিত্বমূলক ব্যবসার মূল লক্ষ্য।
শিরকাতুল আবদান বা স্বশরীরে উপস্থিতিমূলক অংশীদারিত্ব
শ্রম ও দক্ষতাকে পুঁজি করে পরিচালিত অংশী ব্যবসাকেকে শিরকাতুল আবদান বলা হয়। এ পদ্ধতিতে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষ একটি অংশীদার ব্যবসা করবে। তারা তাদের শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসা পরিচালনা করে। অর্জিত মুনাফা চুক্তি অনুযায়ী তাদের নামে বণ্টন হয়ে নেবে। যেমন দু’ জন মিলে কোনো বইয়ের ব্যবসা শুরু করল এবং এই মর্মে চুক্তিবদ্ধ হলো যে, তা যা লাভ করবে তা নিজেদের মধ্যে ৫০ : ৫০ অথবা ৪৫ : ৫৫ অনুপাতে ভাগ করে নেবে। মূলত এ ধরনের অংশীদারি ব্যবসাকে শিরকাতুল আবদান বলা হয়।
উপসংহার
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উক্ত চার প্রকার অংশীদারমূলক কারবারে শিরকাতুল মুফাওয়াদা যদিও মতানৈক্য রয়েছে কিন্তু শিরকাতুল ইনান, শিরকাতুল উজুহু ও শিরকাতুল আবদান এর ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা বা মতানৈক্য পরিলক্ষিত হয় না।
• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam •