নেককার মহিলাদের কাহিনী • ইমাম রবিয়া তুরার মাতা
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
নেককার মহিলাদের কাহিনী • ইমাম রবিয়া তুরার মাতা
ইমাম রবিয়া তুরা মস্ত বড় আলেম ছিলেন। ইমাম মালেক এবং হাসান বস্ত্রী (রাঃ) যাঁরা দুনিয়ার চাঁদ সূর্যের চেয়েও মশহুর আলেম তাঁরা তাঁর শাগরেদ। তাঁর পিতার নাম ফিরোজ।
বনি-উমাইয়া বংশের খেলাফতকালে এই ফিরোজ তাদের সেনাদলভুক্ত ছিলেন। একবার তিনি স্ত্রীর নিকট ত্রিশ হাজার আশরাফিয়া জমা রেখে বিদেশে চলে যান। ইমাম রবিয়া ঐ সময় মাতৃগর্ভে, ফিরোজ এইবারে সাতাইশ বৎসরকাল বিদেশে কাটিয়ে আসেন।
এদিকে ইমাম রবিয়া যথাসময় ভূমিষ্ঠ হন। পরিণত বয়সে তাঁর মাতা তাঁকে লেখাপড়া শিখতে দেন। এই সুদীর্ঘ সাতাইশ বৎসরের মধ্যে ত্রিশ হাজার আশরাফিয়া খরচে ইমাম রবিয়ার বুদ্ধিমতী মাতা তাঁকে মহান আলেম করে তুললেন। অবশেষে একদিন ফিরোজ বাড়ি ফিরে আসেন। স্ত্রীকে ত্রিশ হাজার আশরাফিয়ার কথা জিজ্ঞাসা করেন। উত্তরে স্ত্রী বলেন, আশরাফিয়াগুলি অতি যত্নেই রয়েছে। ফিরোজ দেখলেন, তার ছেলে ইমাম রবিয়া মসজিদে বসে হাদীস শুনাচ্ছেন। তিনি স্বীয় ছেলেকে কওমের ইমামরূপে দেখতে পেয়ে খুব আনন্দিত হয়ে স্ত্রীর নিকট ফিরে আসলেন। স্ত্রী তাকে বললেন, আচ্ছা ছেলের এই নিয়ামত বেশী পছন্দনীয়, না ত্রিশ হাজার আশরাফিয়া? অতঃপর স্ত্রী আরও বললেন, আমি বিগত সাতাইশ বৎসরে উক্ত ত্রিশ হাজার আশরাফিয়া খরচ করে ছেলেকে এলেম হাছেল করিয়েছি। ফিরোজ বললেন, নিঃসন্দেহ, আমি তোমার ন্যায় বুদ্ধিমতী স্ত্রী পেয়ে সুখী হয়েছি এবং আমার এই আশরাফিয়া খরচ করা সার্থক হয়েছে। আর আমরা এমন ছেলের মাতাপিতা হতে পেরে ধন্য হয়েছি।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)