Monday, December 23, 2024

রসায়ন শাস্ত্রে জাবের ইবনে হাইয়ান এর অবদান মূল্যায়ন করুন৷

প্রশ্ন: রসায়ন শাস্ত্রে জাবের ইবনে হাইয়ান এর অবদান মূল্যায়ন করুন৷ বিষয়: IST-512 : Muslim Contribution to Science and Technology কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (১ম পর্ব)



ভূমিকা

বিজ্ঞানের সকল শাখাতেই রয়েছে মুসলমানদের অনবদ্য অবদান। বিশেষ করে বিজ্ঞানের যে তিনটি শাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানেই মুসলমান বিজ্ঞানীদের অবদান সবচেয়ে বেশি। আর সেই তিনটি শাখা হলো- মহাকাশ বিজ্ঞান, গণিত ও চিকিৎসা বিজ্ঞান। এছাড়াও মুসলমান বিজ্ঞানীরা পদার্থ, রসায়নসহ বিজ্ঞানের অন্যান্য শাখাতেও যথেষ্ট অবদান ও সফলতার স্বাক্ষর রেখেছেন।

রসায়ন শাস্ত্রে জাবির ইবনে হাইয়ান এর অবদান

বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রসায়ন। এই রসায়ন বিজ্ঞানের জনক একজন মুসলিম বিজ্ঞানী। যার নাম জাবির ইবনে হাইয়ান। ইউরোপীয়রা তার প্রকৃত নামকে বিকৃত করে জিবার নামে সম্বোধন করে।



জাবির ইবনে হাইয়ান এর পূর্ণ নাম আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হাইয়ান নামেও পরিচিত। আরবের দক্ষিণ অংশে বসবাস করতেন জাবির ইবনে হাইয়ানের পূর্বপুরুষরা। জাবির ইবনে হাইয়ানের বাবা ছিলেন একজন খ্যাতনামা বিজ্ঞ চিকিৎসক। উমাইয়া শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। জাবির ইবনে হাইয়ান ৭২২ খ্রিস্টাব্দে তুস নগরে জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই জ্ঞান-বিজ্ঞানের প্রতি তার পিপাসা ছিল। খুব অল্প বয়সেই তিনি গণিতের বিভিন্ন শাখায় পারদর্শী হয়ে ওঠেন। কর্মজীবনে জাবির ইবনে হাইয়ান বাবার মতোই চিকিৎসা পেশায় আত্মনিয়োগ করেন। তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা শুরু করেন। খুব অল্প সময়ে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। গবেষণার ফল স্বরূপ তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন এবং খুব অল্প দিনের মধ্যেই শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করেন।



জাবির ইবনে হাইয়ান চিকিৎসাশাস্ত্র, ইউক্লিড ও আল মাজেস্টের ভাষ্য, দর্শন, যুদ্ধবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে একাধিক গ্রন্থ রচনা করেন। জাবির ইবনে হাইয়ান প্রায় দুই হাজারেরও বেশি গ্রন্থ রচনা করেন। অতিশয়োক্তি মনে হলেও এতে আশ্চর্যের কিছু নেই তার লিখিত গ্রন্থগুলোর অনেক গড় পৃষ্ঠা ৮-১০ এর মতো। আবার কোনোগুলোর আবার মাত্র দুটি পৃষ্ঠাও রয়েছে।

বিভিন্ন বিষয়ে তার লিখিত গ্রন্থাবলির মধ্যে রসায়ন ২৬৭টি, দর্শন ৩০০টি, চিকিৎসা ৫০০টি, কিতাবুত তাকদির ৩০০টি, জ্যোতির্বিজ্ঞান ৩০০ পৃষ্ঠার ১টি। তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জীবাকুশ শরকি, কিতাবুল আরকানিল আরবা, কিতাবুল আহজার, কিতাবুল কালী, কিতাবুর রাহা, কিতাবুল ফিদ্দা, কিতাবুল মিহান, কিতাবুল রিয়াদ, কিতাবুল নুহাস, কিতাবুল ইহরাক, কিতাবুল বোরহানি ইত্যাদি।


ডাউনলোড করুন তাফসীরের কিতাবসমূহ


জাবির ইবনে হাইয়ানের আলকেমি সংক্রান্ত গ্রিক ভাষায় কয়েকটি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। তবে সব গ্রন্থের আরবি পাণ্ডুলিপির কোনো সন্ধান মিলে না। ইংরেজিতে যে কয়েকটি গ্রন্থ ভাষান্তরিত হয় সেগুলোর মধ্যে অন্যতম- the sum of perfection, the investigation of perfection, the invention verity, the testament, the book of veance etc. বিখ্যাত বিজ্ঞানী হোলমায়ার্ডের মতে, প্রায় তিনশ বছর ধরে ইউরোপীয় আলকেমির চিন্তাধারা জাবির ইবনে হাইয়ান-এর উদ্ভাবিত পদ্ধতির ওপর ভিত্তি করেই সম্প্রসারিত হয়।

তিনিই সর্বপ্রথম নাইট্রিক এসিড এবং সালফিউরিক এসিড আবিস্কার করেন। তিনি চামড়া ও কাপড়ে রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, লোহা, ওয়াটার প্রুফ কাপড়ে বার্নিশ করার উপায়, সোনার জলে পুস্তকে নাম লেখার জন্য লৌহের ব্যবহার ইত্যাদি আবিস্কার করেন।



বিশ্ব বিখ্যাত এ মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায়, তিনি ৭৭৬ মতান্তরে ৮১৩ সালে মৃত্যুবরণ করেন।

উপসংহার

পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন মুসলিম বিজ্ঞানী রয়েছেন তার মধ্যে জাবির ইবনে হাইয়ান অন্যতম। তার জীবন ও কাজের ওপর ইউরোপীয় বেশ কয়েকজন বিজ্ঞানী গবেষণা করেন। তাদের মধ্যে অন্যতম হলেন এইচ ই স্টাফলেটন, জে রুসকা, হোলমারড। জাবির ইবনে হাইয়ানকে আধুনিক আলকেমির স্রষ্টা বলা হয়। তার নাম রসায়ন জগতে স্মরণীয় হয়ে রয়েছে।



সম্ভাব্য প্রশ্ন এবং উত্তরসমূহ (এমএ ইন ইসলামিক স্টাডিজ)

• IST-507 : Study of Al-Hadith (Al-Mishkat Al-Masabih: Al-Iman, AlILM and Al-Salat (Selected Hadith) • IST-508 : Principles and History of Hadith literature • IST-509 : Muslim Personal Law and Law of Inheritance in Islam • IST-510 : Banking and Insurance in Islam • IST-511 : Study of Religions (Islam, Buddhism, Hinduism, Judaism, Christianity) • IST-512 : Muslim Contribution to science and technology

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles