নেককার মহিলাদের কাহিনী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী
মহান আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়াতের জন্য। তাদের একত্ববাদের দাওয়াত ও শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তায়ালা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঠিক তেমিনভাবে অনেক নেককার মহিলাও দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের মধ্যেও আল্লাহ তায়ালা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যেগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে তেমনিভাবে আল্লাহর কিছু প্রিয় নেককার মহিলাদের কাহিনী ও তাদের শিক্ষা তুলে ধরা হলো।
বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী
মুহাম্মদ ইবনে-কা’ব থেকে বর্ণিত, বনি-ইসরাইল কওমে এক ব্যক্তি বড় আলেম ও আবেদ ছিলেন। বিবির সঙ্গে তার খুব মহব্বত ছিল। একদা আকস্মিকভাবে বিবির মৃত্যু হলো। এটাতে স্বামীর মনে এত কষ্ট হলো যে, তিনি দরওয়াজা বন্ধ করে ঘরে বসে পড়লেন। জনগণের সাথে মেলা-মেশা ত্যাগ করলেন। এটা জানতে পেরে একজন মেয়েলোক তার নিকট হাজির হলো। সে বাড়ির অপরাপর লোকদের নিকট আরয করলো যে, আমি আলেম ছাহেবের নিকট একটি মাসআলা জানতে এসেছি। এই হিসেবে সে আলেম ছাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য জন্য অনুমতি প্রার্থনা করলো। কিছুক্ষণের মধ্যেই সে সাক্ষাতের অনুমতি পেল।
আলেমের সম্মুখীন হয়ে মহিলা আরয করলো, হুযুর! আমি আমার প্রতিবেশীর নিকট থেকে অলঙ্কার চেয়ে নিয়ে বহুদিন যাবৎ সেটা ব্যবহার করে আসছি। এখন সে সেটা ফেরত নিতে চাহে। সেটা কি তাকে ফেরত দিতে হবে?
আলেম ব্যক্তি বললেন, অবশ্যই, সেটা ফেরত দিতে হবে। স্ত্রীলোকটি বললো, আমি তো সেটা এক যুগ ধরে ব্যবহার করে আসছি, এখন সেটা কিরূপে ফেরত দিব? এটা শুনে আলেম বললেন, এখন তো সেটা আরও সন্তুষ্ট চিত্তে ফিরিয়ে দেওয়া উচিত; যেহেতু এত দিন সে রেয়াআত করে তোমার নিকট রেখেছে।
অতঃপর স্ত্রীলোকটি আলেমকে বললেন, আল্লাহ্ আপনার মঙ্গল করুন। তবে আপনি কেন চিন্তা করছেন? আল্লাহ্ তা’আলা একটি জিনিস আপনার নিকট এত দিন রেখেছিলেন, এখন নিয়ে গেলেন। সে-জন্য চিন্তা করার জন্য কি আছে? এটাতে আলেমের জ্ঞান-চক্ষু খুলে গেল। তাঁর আর চিন্তা রইলো না। আওরতের নীতিবাক্যে তিনি বড়ই উপকৃত হলেন। সকলেই আওরতের বুদ্ধির তারিফ করতে লাগলো।
নেককার মহিলাদের কাহিনী ও তাদের জীবনী
• হযরত হাওয়া (আঃ) • হযরত সারা (আঃ) • হযরত হাজেরা (আঃ) • হযরত ইসমাঈল (আঃ)-এর বিবি • বাদশাহ্ নমরুদের কন্যা • আইয়ূব নবীর স্ত্রী বিবি রহিমা • হযরত ইউসুফ (আঃ)-এর খালা • হযরত মূসা (আঃ)-এর মাতা • হযরত মূসা (আঃ)-এর বোন • হযরত মূসা (আঃ)-এর বিবি ছফুরা • হযরত বিবি আছিয়া • ফেরাউনের কন্যা ও বাঁদী • হযরত মূসার এক বৃদ্ধা লস্কর • হাইসূরের ভগ্নী • হযরত বিলকিস • বনি-ইসরাইলের এক দাসী • বনি-ইসরাইলের এক বুদ্ধিমতী নারী • হযরত বিবি মারইয়াম • হযরত খাদিজা • হযরত সওদা • হযরত আয়েশা ছিদ্দীকা • হযরত হাফসা • হযরত যয়নব বিনতে জাহাশ • হযরত যোয়ায়রিয়াহ • হযরত মায়মুনাহ • হযরত সাফিয়া • হযরত যয়নব • হযরত রোকেয়া • হযরত উম্মে কুলসুম • হযরত ফাতেমা (রাঃ) • হযরত হালিমা সাদিয়া •
তথ্যসূত্র
- বেহেশতী জেওর • লেখক: হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) • অনুবাদক: হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)