Friday, November 22, 2024

হাতের তালুতের পশম থাকে না কেন? | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



হাতের তালুতের পশম থাকে না কেন?

এক বাদশাহ ছিলেন। তিনি খুব দান করতেন। তার দানশীল হাত দিয়ে সকলের হাত পূর্ণ করে দেয়াই ছিল তার কাজ।

বাদশাহর সাথে নাসির গাজীর ছিল খুব ভাব। তাই নাসির গাজী বাদশাহকে কিছু মাছ, তরি-তরকারী হাদিয়া দিলেন। এতে বাদশাহ তাকে বিরাট পুরস্কার দিলেন।

দেখে উজির বলল,

  • জাঁহাপনা! এটা আপনি কি করলেন।
  • আমি মাছের মূল্য সামান্যই দিয়েছি। আমি তাকে বুদ্ধিমান মনে করে এতো বড় পুরস্কার দিয়েছি।
  • উজির বলল, তাহলে তার বুদ্ধির পরীক্ষা নেয়া যাক।

নাসির গাজীকে ডেকে আনা হল। বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন,

  • বলতো- আমার হাতের তালুতে পশুম নেই কেন?
  • নাসির গাজী ঝটপট উত্তর দিলেন- মহারাজ! আপনার দানশীলতার কারণে পশমগুলো উঠে গেছে।
  • বাদশাহ পুনঃ জিজ্ঞাসা করলেন- ভাল কথা, তো তোমার তালুতে পশম নেই কেন?
  • গাজী সাহেব বললেন, আমার হাতের তালুর পশম আপনার হাত থেকে অনুদান নিতে নিতে উঠে গেছে।

এবার উজির বলল- বুঝলাম, বাদশাহর পশম দিতে দিতে আর তোমার পশম নিতে নিতে উঠে গেছে। তা আমার হাতের তালুর পশম কই? নাসির গাজী বললেন- হিংসার কারণে যন্ত্রণায় দু’হাত ঘষতে ঘষতে আপনার হাতের তালুর পশম উঠে গেছে। এতে উজির লজ্জায় নির্বাক হয়ে গেল।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles