Wednesday, February 5, 2025

মহিলাদের পর্দা করা কতটুকু জরুরী

عن ام سلمۃؓ قالت : کنت عند رسول اللہ ۔ و میمونۃ‘ فأقبل ابن أم مکتوم حتی دخل علیہ‘ و ذلک بعد أن أمرنا بالحجاب فقال رسول اللہ ۔۔ : ’’احتجبا منہ‘‘ فقلنا : یا رسول اللہ! ألیس ہو أعمی لا یبصرنا ولا یعرفنا؟ قال : أفعمیاوان أنتما ألستما تبصرانہ؟
رواہ احمد فی ’’مسندہ ‘‘ ۶؍۳۲۹ (۲۶۵۹۳) والترمذی فی ’’جامعہ‘‘ برقم (۲۷۷۸) کتاب الأدب‘ باب ماجاء فی احتجاب النساء من الرجال. وقال : ھذا حدیث حسن صحیح.

অর্থ: হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ও হযরত মাইমুনা রাযি. প্রিয় নবী ﷺ  এর নিকট অবস্থান করছিলাম, ইত্যবসরে হযরত ইবনে উম্মে মাকতুম রাযি. (অন্ধ সাহাবী) এসে প্রিয় নবী ﷺ  এর দরবারে প্রবেশ করলেন। আর ঘটনাটি ছিল পর্দার ব্যাপারে আমরা আদিষ্ট হওয়ার পরের। যাক, তখন প্রিয় নবী ﷺ  আমাদেরকে লক্ষ্য করে ইরশাদ করলেন: তোমরা তাঁর থেকে পর্দা কর। এতদশ্রবণে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ! তিনি কি অন্ধ নন? তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না। তাছাড়া তিনি তো আমাদেরকে চিনতেও পারছেন না। তখন প্রিয় নবী ﷺ  ইরশাদ করলেন: তাহলে তোমরাও কি অন্ধ হয়ে গেলে? তোমরা কি (তাকে) দেখতে পাচ্ছনা?

ইমাম তিরমিযী রহ. হাদীসটি বর্ণনা কবার পর বলেন হাদীসটি হাসান সহীহ। এছাড়া ইমাম ইবনে হিব্বান রহ. ও হাদীসটিকে সহীহ বলেছেন।

উল্লেখ্য যে এ, হাদীসে প্রিয় নবী ﷺ  পবিত্রাত্মা উম্মাহাতুল মু‘মিনীনকে এক জন অন্ধ সাহাবী থেকে পর্দা করার নির্দেশ দিচ্ছেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে, উম্মতের অন্যান্য মহিলাগণকে অন্যান্য বেগানা পুরুষ থেকে কি পরিমাণ সতর্কতার সাথে পর্দা করা জরুরী।

তথ্যসূত্র

  • মুসনাদে আহমাদ ৬/৩২৯(২৬৫৯৩), তিরমিযী শরীফ হাদীস নং (২৭৭৮), আবূ দাউদ শরীফ হাদীস নং (৪১১২), নাসাঈ শরীফ, (কুবরা) হাদীস নং (৯২৪১) সহীহে ইবনে হিব্বান, (৭/৪৩৯)

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles