Bangla to English Translation for Practice
বাংলা বাক্য | ইংরেজিতে অনুবাদ |
দশের লাঠি একের বোঝা | Many a little makes a mickle |
মুসলধারে বৃষ্টি হচ্ছে | It is raining cats and dogs. |
সে অনেক কথা | It is a long story |
এক হাতে তালি বাজে না | It takes two to make a quarrel |
সে গত পরশু ঢাকায় গিয়েছৈ | He went to Dhaka day before yesterday |
উত্তরাধিকার সূত্রে তিনি প্রভূত সম্পত্তি অর্জন করেছিলেন | He inherited much property |
বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি নজরুল ইসলাম | Nazrul Islam is one of the greatest poets of Bangladesh |
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় | Death is preferable to dishonor. |
তেলা মাথায় তেল দেয়া | To carry coal to New Castle |
যত গর্জে তত বর্ষে না | ‘Barking dogs seldom bite’ |
পাট বাংলাদেশের অর্থকরী ফসল | Jute is the cash crop of Bangladesh |
আমি কাজটি করিয়েছি | I have got the work done. |
তুমি কি কখনো রাঙামাটি গিয়েছ? | Have you ever been to Rangamati? |
চক চক করলেই সোনা হয় না | All that glitters is not gold. |
আমি এ থেকে কিছুই পেলাম না | I can make neither head or tail of it. |
তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত | He is used to working hard. |
আমি তোমাকে খাওয়াই | I feed you |
নবনী তোমার জন্য অনেক্ষণ অপেক্ষা করিতেছে | Nabani has been waiting for you for a long time. |
দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও | Divide mangoes between the two brothers |
গরু ঘাস খাইয়া বাঁচে | The cow lives on grass |
প্রত্যেক ইংরেজি বাক্যেরই একটি ক্রিয়া পদ থাকবে | Every English sentence must have a verb |
দশটা বাজতে ছয় মিনিট বাকী | It is six minutes to ten. |
সে কলেরায় মারা গেছে | He died of cholera |
অজ্ঞতা অন্ধকারের শামিল | Ignorance is like darkness |
তাকে জানাই তাকে পছন্দ কর | To know her is to like her. |
মন্টুরা দুই ভাই | Montu has a brother |
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম | Struggle of this time is the struggle for liberation |
তিনি মুক্তিযুদ্ধের যোগদান করেন | He joined the war of liberation |
তার মেয়েটি ভাল গান গায়, তাই নয়কি? | His daughter sings well, doesn’t she? |
গত সন্ধ্যা হইতে মুষলধারে বৃষ্টি হইতেছে | It has been raining cats and dogs since last evening. |
শিশুটি হাসিতে হাসিতে মায়ের নিকট আসিল | The baby came to its mother laughing |
প্রথমে আমিই তোমাকে সাহায্য করেছিলাম | It was I who helped you first |
লোভে পাপ পাপে মৃত্যু | Greed begets sin and sin brings death |
এই লেনদেনে আমি টাকা কড়িবিহীন হয়ে পড়েছি | I am out of pocket by the transaction |
রকিব সাতার কাটতে জানে | Rakib knows how to swim |
তার বাড়ি যশোর | He comes from Jessore |
ডাক্তার ডাকো | Call in doctor |
ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল | The patient died before the doctor came |