Saturday, November 16, 2024

মানুষের মধ্যে থাকা উপকারহীন দশটি বিষয়

আল ফাওয়াঈদ কিতাবে মানুষের মধ্যে বিদ্যমান থাকা এমন দশটি বিষয়ের উল্লেখ করা হয়েছে যাতে কোন উপকারিতাই নেই। সে উপকারহীন দশটি বিষয় হলো-

  1. সেই জ্ঞান যা কাজে পরিণত করা হয় না।
  2. সেই কাজ যাতে ইখলাস নেই এবং সত্যের উপর প্রতিষ্ঠিত নয়।
  3. সেই সম্পদ যা জমা করে রাখা হয় কিন্তু এর মালিক দুনিয়াতেও ভোগ করতে পারে না, আবার আখেরাতেও কোন পুরস্কার পায় না।
  4. সেই অন্তর যাতে আল্লাহর প্রতি ভালবাসা নেই; আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা নেই।
  5. সেই শরীর যা আল্লাহকে মান্য করে না, আল্লাহর পথে চলে না।
  6. আল্লাহর প্রতি সেই ভালবাসা যাতে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় না।
  7. সেই সময় যা আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে পাপের কাফ্ফারা আদায়ে অথবা হালাল ও সওয়াবপূর্ণ কাজ করার সুযোগ তালাশে ব্যয় হয় না।
  8. সেই অন্তর যা এমন কিছু নিয়ে ভাবে যেগুলো কোন উপকারেই আসে না।
  9. তাদের পক্ষ নিয়ে কাজ করা যারা আল্লাহর পথে চলতে সহায়তা করে না, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে না কিংবা কোন উপকার সাধন করার ক্ষমতা রাখে না।
  10. এমন কাউকে ভয় করা যে কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, জীবন কিংবা মৃত্যু দিতে পারে না, আল্লাহর কর্তৃত্বাধীনে বাস করে বেঁচে থাকে এবং যার কপাল (ভাগ্য-ভাল-মন্দ) আল্লাহর ইখতিয়ারে।

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles