Friday, February 21, 2025

নামাযের ফরয কয়টি ও কি কি??

নামাযের ফরয কয়টি ও কি কি??

নামাযের ফরয সর্বমোট ১৩টি। এর মধ্যে নামাযের বাইরে রয়েছে ৭টি এবং ভিতরে রয়েছে ৬টি। নামাযের ফরযগুলোর কোন একটি ছুটে গেলে বা সঠিকভাবে আদায় না হলে নামায পুনরায় পড়তে হয়। তাই খুবই সতর্কতার সাথে খেয়াল করে নামাযের ফরয এবং ওয়াজিবগুলো আদায় করা জরুরী।

নামাযের বাইরের ৭টি ফরয

  1. শরীর পাক হওয়া। (সূরায়ে মায়িদা:৬)
  2. কাপড় পাক হওয়া। (সূরায়ে মুদ্দাসসির:৪)
  3. নামাযের জায়গা পাক হওয়া। (বাকারা: ১২৫)
  4. ছতর ঢাকা (অর্থাৎ, পুরুষগণের নাভি হতে হাঁটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা।) (বাকারা-৩১)
  5. কিবলামুখী হওয়া। (বাকারা-১৪৪)
  6. সময়মত বা ওয়াক্তমত নামায পড়া। (সূরা আন নিসা-১০৩)
  7. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা। (সহীহ বুখারী শরীফ হাদিস নং ১)

নামাযের ভেতরে ৬টি ফরয

  1. তাকবীরে তাহরীমা অর্থাৎ, শুরুতে আল্লাহু আকবার বলা। (মুদ্দাসসির: ৩)
  2. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া। (বাকারা-২৩৮)
  3. কিরাত পড়া। (মুযযাম্মিল:২০)
  4. রুকু করা। (হজ্ব-৭৭)
  5. দুই সিজদা করা।
  6. শেষ বৈঠক করা। (আবূ দাউদ শরীফ হাদিস নং ৯৭০)

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles