নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব আছে তার একটি অথবা একের অধিক যদি ভুলবশত ছুটে যায় তাহলে সাহু সিজদা করতে হয়। এতে নামাজের মধ্যে ওয়াজিব ছুটিয়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছিল তা পূরণ হয়ে যায়।
নামাজের মধ্যে ভুলবশত কোন ওয়াজিব ছুটে গেলে যে সেজদা করতে হয় তাকে সাহু সিজদা বলা হয়। সাহু সিজদা করলে নামাজ আদায় হয়ে যাবে অন্যথায় নামাজ আবার পড়তে হবে। কিন্তু নামাজের কোন ফরজ যদি ভুলবশত ছুটে যায় তাহলে সাহু সেজদার দ্বারা নামাজ হবে না। ওই নামাজ পুনরায় নতুন করে পড়তে হবে। মনে রাখতে হবে শুধুমাত্র নামাজের কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদার দ্বারা নামাজ সম্পূর্ণ করা যাবে।
সাহু সিজদার নিয়ম
সাহু সিজদা করার জন্য নামাজের শেষ রাকাতে আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফেরাতে হবে। তারপর আল্লাহু আকবার বলে দুইটি সেজদা করতে হবে। তারপর পুনরায় বসে আত্তাহিয়াতু দরুদ ও দোয়া মাসুরা পরে উভয় দিকে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে।