পুরুষদের জন্য মহিলাদের কুরআন তিলাওয়াত শ্রবণ করা
পুরুষদের জন্য মহিলাদের কুরআন তিলাওয়াত শ্রবণ করা বা মহিলাদের ছবি দেখা জায়েয নেইঃ
মহিলাদের আওয়াজ, কণ্ঠস্বরের ক্ষেত্রেও পর্দা করা উচিত। সুতরাং, মহিলাদের কণ্ঠস্বরকে বিশেষ প্রয়োজন ছাড়া বেগানা পুরুষ থেকে গোপন রাখা জরুরী। এমনকি বিনা প্রয়োজনে পর্দার আড়াল থেকেও পরস্পর কথাবার্তা বলা অনুচিত। একান্ত প্রয়োজনেই কেবলমাত্র পর্দার আড়াল থেকে মহিলারা কর্কশস্বরে কথা বলতে পারে।
বালেগা মহিলাগণ কুরআন শরীফ সহীহ করার জন্য শুনাতে চাইলে নিজের স্বামী/মাহরামকে শুনাবে বা বালেগা মহিলাকে শুনাবে, বেগানা পুরুষকে শুনাবে না।
পুরুষদের জন্য বালেগা মহিলাদের তিলাওয়াত শ্রবণ করা আদৌ প্রয়োজনের আওতাভুক্ত নয়। কারণ, কুরআন শরীফ তিলাওয়াত বা অন্য কোন দ্বীনী আলোচনা শোনার জন্য মহিলাদের কন্ঠস্বর ব্যতীত আরো যথেষ্ট মাধ্যম রয়েছে।
সুতরাং, মহিলাদের কুরআন তিলাওয়াত শ্রবণ করা প্রয়োজনের আওতাভুক্ত নয় বিধায় মহিলাদের তিলাওয়াত পুরুষের জন্য শোনা জায়েয হবে না। (মা‘আরিফুল কুরআন,৬/৪০৬, ইমদাদুল ফাতাওয়া-
৪/১৯৭, ২০০, ফাতাওয়ায়ে মাহমূদিয়া-৯/৪২৩)
বেগানা মহিলাদেরকে দেখা যেমনিভাবে নাজায়েয, তেমনিভাবে টিভি, সিনেমা, পত্র-পত্রিকা ম্যাগাজিন বা অন্যভাবে তাদের ছবি দেখাও নাজায়েয। এতদোভয়ের মধ্যে কোন পার্থক্য নেই, বরং ফটো বা ছবি দেখার দ্বারা নাজায়েয পাপের পাশাপাশি তা হৃদয়-যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।
উপরন্তু দেখা ও কল্পনার দ্বারা চোখের যিনার গুনাহ হতে থাকে। তাই বেগানা মেয়েদের ফটো বা ছবি দেখা কোন অবস্থাতেই জায়েয নেই। বরং এটা দ্বীন-দুনিয়া উভয় ক্ষেত্রেই ক্ষতিকারক ও ধ্বংসাত্মক। (বাইহাকী, হিদায়া-৪/ ৪৫৮,ফাতাওয়ায়ে মাহমূদিয়া-১/১২৬)
সূত্র
শরঈ পর্দা