Saturday, November 16, 2024

শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর


আনিসুল হকবঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়আহমদ ছফাহুমায়ূন আহমেদকাজী নজরুল ইসলামরবীন্দ্রনাথ ঠাকুরসমরেশ মজুমদারসুনীল গঙ্গোপাধ্যায়শরৎচন্দ্র চট্টোপাধ্যায়মানিক বন্দোপাধ্যায়সৈয়দ শামসুল হকআহমদ ছফাজহির রায়হানসৈয়দ ওয়ালীউল্লাহআবু ইসহাকআবদুল্লাহ আল-মুতীআবুল বাশারআবুল মনসুর আহমদফররুখ আহমদযতীন্দ্রমোহন বাগচীপ্রমথ চৌধুরীসৈয়দ মুজতবা আলীমুনীর চৌধুরীহুমায়ুন আজাদআব্দুল জব্বারশামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামালবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহএম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্যদ্বিজেন্দ্রলাল রায়জসীম উদ্দীনজীবনানন্দ দাশসত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই



শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ গান
রবীন্দ্রনাথ ঠাকুর

যারা আমার সাঁঝ - সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো 
আপন হিয়ার পরশ দিয়ে; এই জীবনের সকল সাদা কালো 
যাদের আলোক-ছায়ার লীলা; মনের মানুষ বাইরে বেড়ায় যারা 
তাদের প্রাণের ঝর্ না-স্রোতে আমার পরান হয়ে হাজার ধারা 
চলছে বয়ে চতুর্দিকে। নয় তো কেবল কালের যোগে আয়ু, 
নয় সে কেবল দিনরজনীর সাতনলি হার, নয় সে নিশাস-বায়ু। 
নানান প্রাণের প্রীতির মিলন নিবিড় হয়ে স্বজন - বন্ধুজনে 
পরমায়ুর পাত্রখানি জীবন - সুধায় ভরছে ক্ষণে ক্ষণে। 
একের বাঁচন সবার বাঁচার বন্যাবেগে আপন সীমা হারায় 
বহু দূরে ; নিমেষগুলির ফলের গুচ্ছ ভরে রসের ধারায়। 
অতীত হয়ে তবুও তারা বর্তমানের বৃন্তদোলায় দোলে — 
গর্ভ-বাঁধন কাটিয়ে শিশু তবু যেমন মায়ের বক্ষে কোলে 
বন্দী থাকে নিবিড় প্রেমের গ্র ন্থি দিয়ে। তাই তো যখন শেষে 
একে একে আপন জনে সূর্য-আলোর অন্তরালের দেশে 
আঁখির নাগাল এড়িয়ে পালায়, তখন রিক্ত শুষ্ক জীবন মম 
শীর্ণ রেখায় মিলিয়ে আসে বর্ষাশেষের নির্ঝরিণী - সম 
শূন্য বালুর একটি প্রান্তে ক্লান্ত সলিল স্রস্ত অবহেলায়। 
তাই যারা আজ রইল পাশে এই জীবনের সূর্য-ডোবার বেলায় 
তাদের হাতে হাত দিয়ে তুই গান গেয়ে নে থাকতে দিনের আলো — 
ব ' লে নে ভাই, এই যে দেখা এই যে ছোঁওয়া, এই ভালো এই ভালো। 
এই ভালো আজ এ সংগমে কান্নাহাসির গঙ্গাযমুনায় 
ঢেউ খেয়েছি, ডুব দিয়েছি, ঘট ভরেছি, নিয়েছি বিদায়। 
এই ভালো রে ফুলের সঙ্গে আলোয় জাগা, গান গাওয়া এই ভাষায় ; 
তারার সাথে নিশীথ - রাতে ঘুমিয়ে পড়া নূতন প্রাণের আশায়।


শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর- Download

  • শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ PDF Download
  • শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর ➜ Image Download

শেষ গান • রবীন্দ্রনাথ ঠাকুর

অন্যান্য কবিতাসমূহ

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles