হাট • যতীন্দ্রনাথ সেনগুপ্ত
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
হাট • যতীন্দ্রনাথ সেনগুপ্ত
হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রাম দশবারো খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট। বেচা-কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পূবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্ব’লে ওঠে দীপ আঁধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেনীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে নিশ্বাস পার্শ্বে পাকুড় শাখে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি’ বিদ্রপ-বাঁশী জীর্ণ বাঁশের ফাকে, নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল চেনা-অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন, ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনা চিনি, দর জানাজানি কানা কড়ি নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে। কত কে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা; ওপারের লোক নামলে পসরা ছোটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যাথা । হিসাব নাহিরে-এল আর গেল কত ক্রেতা বিক্রেতা । নুতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা; দিবস রাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাঁধা নাই ওগো – যে যায় যে আসে, কেহ কাঁদে, কেহ গাঁটে কড়ি বাঁধে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা ।।
হাট • যতীন্দ্রনাথ সেনগুপ্ত- Download
- হাট • যতীন্দ্রনাথ সেনগুপ্ত ➜ PDF Download
- হাট • যতীন্দ্রনাথ সেনগুপ্ত ➜ Image Download