ঝর্ণার গান • সত্যেন্দ্রনাথ দত্ত
আনিসুল হক • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • আহমদ ছফা • হুমায়ূন আহমেদ • কাজী নজরুল ইসলাম • রবীন্দ্রনাথ ঠাকুর • সমরেশ মজুমদার • সুনীল গঙ্গোপাধ্যায় • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • মানিক বন্দোপাধ্যায় • সৈয়দ শামসুল হক • আহমদ ছফা • জহির রায়হান • সৈয়দ ওয়ালীউল্লাহ • আবু ইসহাক • আবদুল্লাহ আল-মুতী • আবুল বাশার • আবুল মনসুর আহমদ • ফররুখ আহমদ • যতীন্দ্রমোহন বাগচী • প্রমথ চৌধুরী • সৈয়দ মুজতবা আলী • মুনীর চৌধুরী • হুমায়ুন আজাদ • আব্দুল জব্বার • শামসুর রাহমান • অন্নদাশঙ্কর রায় • জগদীশচন্দ্র বসু • সুফিয়া কামাল • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ • এম আর আখতার মুকুল • শীর্ষেন্দু মুখোপাধ্যায় • মীর মশাররাফ হোসেন • আবদুল্লাহ আবু সায়ীদ • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ • সেলিনা হোসেন • সুকান্ত ভট্টাচার্য • দ্বিজেন্দ্রলাল রায় • জসীম উদ্দীন • জীবনানন্দ দাশ • সত্যেন্দ্রনাথ দত্ত • বুদ্ধদেব গুহ • শিহাব আহমেদ তুহিন • রাগিব হাসান • আহসান হাবীব • সৈয়দ মকসুদ আলী • এনায়েতুল্লাহ আলতামাশ • আরিফ আজাদ • মুসা আনসারী • সুনীতিকুমার চট্টোপাধ্যায় • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় • সৈয়দ আলী আহসান • এপিজে আবুল কালাম আজাদ • আলী রিয়াজ • শওকত ওসমান • শাহীন আখতার • মহিউদ্দিন আহমদ • তিলোত্তমা মজুমদার • মাইকেল মধুসূদন দত্ত • সৈয়দ আমীর আলী • মুহম্মদ জাফর ইকবাল • আকবর আলি খান • আনিসুজ্জামান • ড. সৌমিত্র শেখর • সরদার ফজলুল করিম • অন্যান্য লেখকের বই •
ঝর্ণার গান • সত্যেন্দ্রনাথ দত্ত
ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ! শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর-ভোর বিঁঝির ডাক, ঝিমায় পথ, ঘুমায় বন! বিজন দেশ, কুজন নাই, নিজের পায় বাজাই তাল, একলা গাই, একলা ধাই, দিবস রাত, সাঁঝ সকাল। ঝুঁকিয়ে ঘাড় ঝুম-পাহাড় ভয় দ্যাখায়, চোখ পাকায়; শঙ্কা নাই, সমান যাই, টগর-ফুল-নূপুর পায়। ঘাগরা মোর, শ্বের চামর জরির থান ওড়না গায়, অলঙ্কার মানিক-হার, মুক্তকেশ, -মুক্তা তায়! তুহিন-লীন কোন্ মুনির ছিলাম কোন্ স্বপ্নেতে! জন্ম মোর কোন্ চোখের- কটাক্ষের সঙ্কেতে! কোন গিরির হিম ললাট ঘামল মোর উদ্ভবে, কোন্ পরীর টুটল হার কোন্ নাচের উৎসবে! খেয়াল নাই – নাই রে ভাই পাইনি তার সংবাদই, ধাই লীলায়, -খিলখিলাই- বুলবুলির বোল সাধি; বন-ঝাউয়ের ঝোপগুলোয় কালসারের দল চরে, শিং শিলায়-শিলার গায় ডালচিনির রং ধরে। ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল-ঠাট; নাড়িয়ে যাই, বাড়িয়ে যাই- টিলা গায় ডালিম-ফাট। শালিক শুক বুলায় মুখ থল্-ঝাঁঝির মখ্ মলে, জরির জাল আঙরাখায় অঙ্গে মোর ঝলমলে। নিম্নেস ধাই, শুনতে পাই ‘ফটিক জল’ হাঁকছে কে, কণ্ঠাতে তৃষ্ণা যার নিক না সেই পাঁক ছেঁকে। গরজ যার জল স্যাঁচার পাতকুয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আশেই। তার খোঁজেই বিরাম নেই বিলাই তান - তরল শ্লোক, চকোর চায় চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ-চোখ। চপল পায় কেবল ধাই উপল-ঘায় দিই ঝিলিক, দুল দোলাই মন ভোলাই, ঝিলমিলাই দিগ্বিদিক্!
ঝর্ণার গান • সত্যেন্দ্রনাথ দত্ত- Download
- ঝর্ণার গান • সত্যেন্দ্রনাথ দত্ত ➜ PDF Download
- ঝর্ণার গান • সত্যেন্দ্রনাথ দত্ত ➜ Image Download