নয়নজুলির জন্যে • অনিল কুমার নাথ
নয়নজুলির জন্যে • অনিল কুমার নাথ
নয়নজুলির জন্যে অনিল কুমার নাথ নয়নজুলি রাগ কোরো না তোমার বাড়ি যাব। আম আনারস কাঁঠাল লিচু পেটটি পুরে খাব। ছড়ার ধারে তোমার বাড়ি পাহাড় ধোঁয়া কালো। গাছমাথাতে জুম টং-ঘর মনে রঙ ছড়ালো। এগাছ ওগাছ সেগাছ করে ছুটিব পই পই। হারিয়ে যাবে অঙ্ক ভূগোল ইতিহাসের বই। বানরগুলো মুখ ভেঙাবে চুলকোবে পিঠ বুক। কোথায় পাব এসব ছবি আহা, কী যে সুখ! বনবেড়াল আর খরগোসেরা খেলবে লুকোচুরি। বাবলা গাছে শালিখ চড়ুই সে কী হুড়োহুড়ি! সকাল দুপুর গড়িয়ে যাবে কুয়োর জলে চান। নরম নরম গরম ভাতে গোদকের আঘ্রাণ। মাসির চোখে অমল হাসি মুক্তো খসে পড়ে। ভুলবোনা তা ভুলবোনা তা হাজার বছর পরে।
নয়নজুলির জন্যে • অনিল কুমার নাথ- Download
- নয়নজুলির জন্যে • অনিল কুমার নাথ ➜ PDF Download
- নয়নজুলির জন্যে • অনিল কুমার নাথ ➜ Image Download