Saturday, January 18, 2025

কৃপণ ব্যক্তির চোর বন্ধু | নাসির গাজীর বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প

উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-



কৃপণ ব্যক্তির চোর বন্ধু

এক গ্রামে বাস করতো এক সম্পদশালী লোক। কিন্তু সে ছিল অত্যন্ত লোভী। ১ টাকার জাগায় ২ টাকা বানাতে পারলে বেশী খুশী হত। কিন্তু খরচ করা সে মোটেই পছন্দ করত না। এভাবে সে অনেক টাকা জমিয়ে ফেলল।

সে চিন্তা করল যে, টাকাগুলো এক জায়গায় লুকিয়ে রাখবে। এভাবে খোলাখুলি টাকা রেখে আর স্বস্তি পাচ্ছে না।

যেই বলা সেই কাজ। কৃপণ লোকটি তার এক প্রিয় বন্ধুকে গিয়ে বলল,

  • বন্ধু! একটা কথা বলতে চাই।
  • বন্ধু বলল, নিঃসন্দেহে বলতে পার।
  • কৃপণ লোকটি বলল, আমার তো অনেক টাকা। ভাবছি- এগুলো লুকিয়ে রাখব। চলো, ঐ পুরাতন বটগাছ তলায় টাকাগুলো পুতে রাখি। কিন্তু সাবধান! কারো কাছে বলো না যেন।

বন্ধু তার কথায় রাজি হল। তখন তারা দুই বন্ধু গিয়ে বটগাছ তলায় কৃপণের সমুদয় টাকা-পয়সা পুতে রেখে এল।

কিছুদিন পর কৃপণ লোকটি গেল তার টাকাগুলো দেখার জন্য। কিন্তু হায়! তার সমস্ত টাকা-পয়সা উধাও। তন্ন তন্ন করে খুঁজেও পেল না। মাথায় হাত দিয়ে কৃপণ লোকটি বসে পড়ল। অস্থির চিত্তে বন্ধুকে জিজ্ঞেস করল- সে এ সম্বন্ধে জানে কিনা? বন্ধু অস্বীকার করে বলল, টাকা রেখে আসার পর আমি সেখানে যাইনি।

কৃপণ লোকটি ভীষণ চিন্তায় পড়ে গেল, কি করে টাকাগুলো পাওয়া যায়? শেষে তার মনে পড়ল প্রতিবেশী নাসির গাজীর কথা। তিনিই তার টাকার ব্যাপারে সাহায্য করতে পারেন।

এদিকে নাসির গাজী প্রায়-ই কৃপণ লোকটার কথা চিন্তা করতেন যে, পরকালে এই লোকটির সম্পদ কাল হয়ে দাঁড়াবে। কারণ, সে টাকার সদ্ব্যবহার করে না। গরীব-দুঃখীরা কখনও একটি পয়সাও এই লোকটার কাছে পায়নি। অথচ এর পরিণাম তো ভয়াবহ। তাই তিনি সুযোগ খুঁজছিলেন- কিভাবে এর আমুল পরিবর্তন সাধন করা যায়।

এরই মাঝে কৃপণ লোকটি নাসির গাজীর কাছে এসে তার টাকা হারানোর সমস্ত বিবরণ দিয়ে বলল- দয়া করে আমার টাকাগুলো বের করে দিন। নাসির গাজী বললেন, আমি কি ভাবে বের করব? তার চেয়ে বরং নামায পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনার টাকা বের করে দেন। আর আপনার টাকা হারানোর মূলে হল আপনার কৃপণতা। আপনি যদি কৃপণতা না করে নিজের প্রয়োজনে ব্যবহার করে আল্লাহর ওয়াস্তে দান করে বাদ বাকি টাকা সাংসারিক প্রয়োজনে নিজের কাছে রাখতেন, তাহলে গাছতলায় রাখার প্রয়োজনও পরত না, টাকাও হারাতেন না। কৃপণ লোকটি কেঁদে বলল,

  • হুজুর! দয়া করে আমার টাকাগুলো খুঁজে দিন। আমি কথা দিলাম আর কৃপণতা করব না।
  • নাসির গাজী বললেন, আচ্ছা, আপনার ঐ বন্ধু ছাড়া টাকার ব্যাপারে আর কেউ তো জানেনা?
  • জ্বি হুজুর, আর কেউ জানে না ৷
  • তাহলে এক কাজ করুন, আপনার বন্ধুকে গিয়ে বলুন যে, বন্ধু! টাকাতো পেলাম না, কিন্তু তার চেয়ে নিরাপদ জায়গাও আর পেলাম না। তাই আগের চেয়ে অধিক পরিমাণ টাকা গতকাল রাতে সেখানেই রেখেছি। কৃপণ লোকটি তা-ই করল।

ঠিক সেই রাতেই নাসির গাজী কৃপণ লোকটিকে নিয়ে বটগাছের অদূরে দাঁড়িয়ে রইলেন কি ঘটে দেখার জন্য। ওদিকে চোর বেটা আরও বেশী টাকা পাওয়ার লোভে পূর্বের থলিটিকে নিয়ে এল-এগুলো রেখে বেশিগুলো নিয়ে যাবে। যেন কৃপণ বুঝতে না পারে যে, এবারেরগুলোও চুরি হয়েছে। এতে করে ভবিষ্যতে আরো বড় কিছু লাভ করা যাবে।

গভীর রাত। নাসির গাজী বটগাছ তলায় টর্চের আলো দেখে পা টিপে টিপে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন- পাশে একটি টাকার থলে রেখে এক লোক আপন মনে মাটি খুঁড়ছে। তিনি ঐ অবস্থায় চোরকে ধরে ফেললেন। কৃপণ লোক তো অবাক, এ যে তার সেই বন্ধু!

নাসির গাজী বললেন, সহজেই কাউকে বিশ্বাস করতে নেই। দেখলে তো বন্ধুর কান্ড? অতঃপর নাসির গাজী চোরকে আইনের হাতে সোপর্দ করলেন। কৃপণ লোকটি টাকা ফিরে পেয়ে সেদিন থেকেই কৃপণতা বর্জন করে পরম সুখীভাবে দিন কাটাতে লাগল।

নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ

  • এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
  • জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
  • মূল্যবান সম্পদ ➜ পড়ুন
  • আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
  • মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
  • ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
  • একসাথে দু’জন ➜ পড়ুন
  • হতবাক ইহুদি ➜ পড়ুন
  • উচিত বিচার ➜ পড়ুন
  • তিন টাকার সদাই ➜ পড়ুন
  • বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
  • ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
  • পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
  • সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
  • চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
  • ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
  • দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
  • সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
  • আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
  • দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
  • অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
  • পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
  • কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
  • সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
  • পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা

Related Articles

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles