উপমহাদের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মত হিসেবে খ্যাত মাওলানা আশরাফ আলী থানভী রচিত মুসলমানের হাসি বই-এ নাসির গাজীর অনেকগুলো বুদ্ধিদীপ্ত ও শিক্ষণীয় গল্প স্থান পেয়েছে। গল্পগুলো থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য অনেক হাস্যরসাত্মক শিক্ষণীয় গল্প রয়েছে। সেখান থেকে গল্পগুলো এখানে তুলে ধরা হলো-
ভাত চোর ধরা পড়লো পুকুরে
ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের প্রায় সকল মানুষই অত্যন্ত সহজ-সরল ও গরীব। তারা দিনে আনে, দিনে খায়।
সেই গ্রামে বাস করত এক কুখ্যাত চোর। সে হত-দরিদ্র মানুষের ঘর থেকে প্রতিদিনই ভাত চুরি করে নিয়ে যেত। এভাবে সে দিনের পর দিন চুরি করেই যেতে লাগল।
তার চুরিতে গ্রামের মানুষ অতিষ্ট হয়ে উঠল। তারা অনেক চিন্তা-ভাবনা করতে লাগল, চোরটিকে কিভাবে ধরা যায়? কিন্তু কিছুতেই কিছু হল না।
তখন তারা শুনল, পাশের গ্রামেই বাস করেন এক বুদ্ধিমান লোক, নাম তার নাসির গাজী। তিনি নাকি অসহায়দের সুবুদ্ধি দিয়ে সাহায্য করে থাকেন। তারা সেখানে গেল এবং নাসির গাজীকে সবকিছু খুলে বলল।
সবকিছু শুনে নাসির গাজী বললেন, আপনাদের চিন্তার কোন কারণ নেই। চোরটি ইনশাআল্লাহ ধরা পড়বেই। কথাটি শুনে আশ্বস্ত হয় সবার মনে আনন্দের জোয়ার বইতে শুরু করল।
নাসির গাজী উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, ‘যদি আপনারা চোরটিকে ধরতে চান, তাহলে দয়া করে আজ রাত্রে হাঁড়িতে ভাতের বদলে শিংমাছ রাখবেন। দরজায় রাখবেন গোবর। বাড়ির পাশে কোন ঘাস থাকলে, সেখানে রাখবেন কতগুলো ব্লেড। আর চুলায় রাখবেন বেল এবং পুকুরে থাকবেন আপনারা।’
এসব শুনে সবাই হতবাক। তারা নাসির গাজীর কাছে জানতে চাইল, এসবের কারণ কি? তিনি বললেন- ‘সময় হলেই সবকিছু জানতে পারবেন।’
সবাই নাসির গাজীর কথা হাসিমুখে বরণ করে নিল এবং তার কথামত সবকিছু জায়গামত রেখে দিল।
রাত্র ঘনিয়ে আসছে। এবার চোর আসার সময় হল। চোর এসে সিঁধ কাটল। সিঁধ দিয়ে হাতে ব্যাগ নিয়ে ঘরে ঢুকল।
ঘরে কাউকে সজাগ না পেয়ে চোর যখনই হাঁড়িতে হাত দিল, অমনিই শিং মাছের কাটা বিঁধে গেল তার হাতে। চোর ওহ! আহ! করে দরজা দিয়ে পালাতে চাইল, আর অমনি গোবরে হোচট খেয়ে পড়ে চোরের অবস্থা করুণ হল। তখন গোবর মুছার জন্য দুর্বা ঘাসে ঘসা দিতেই চোরের পা কেটে বিনাশ। শেষে চোর চুলায় গেল আগুনের হিট দেয়ার জন্য। তখন হঠাৎ চুলা থেকে বেল ছিটকে এসে চোরের চোখে লাগল, আর চোরটি হাউমাউ করে কেঁদে চোখ ধোয়ার জন্য পুকুর ঘাটের দিকে দৌড় দিল। অমনিই চোরটিকে লোকজন হাতেনাতে ধরে ফেলল।
নাসির গাজীর অন্যান্য গল্পসমূহ
- এক সিংহ ও পথচারীর গল্প ➜ পড়ুন
- জ্বি হুজুর! জ্বি হুজুর!! ➜ পড়ুন
- মূল্যবান সম্পদ ➜ পড়ুন
- আজ নগদ কাল বাকী ➜ পড়ুন
- মাছের মাথা-খাওয়ার লোভ ➜ পড়ুন
- ওয়াজ না করার ফন্দি ➜ পড়ুন
- একসাথে দু’জন ➜ পড়ুন
- হতবাক ইহুদি ➜ পড়ুন
- উচিত বিচার ➜ পড়ুন
- তিন টাকার সদাই ➜ পড়ুন
- বাদশাহ’র ছেলের লেখাপড়া ➜ পড়ুন
- ফুলদানির জন্য মৃত্যুদন্ড ➜ পড়ুন
- পন্ডিত খেতাবের বিড়ম্বনা ➜ পড়ুন
- সৎ লোকের সন্ধানে ➜ পড়ুন
- চৈতন্য ফিরে এল ➜ পড়ুন
- ঝাড়-ফুঁকের এ্যাকশন ➜ পড়ুন
- দিতে জানে না, নিতে জানে ➜ পড়ুন
- সম্পদের ওসীয়তনামা ➜ পড়ুন
- আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যেই করেন ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- চোর ধরার আজব বুদ্ধি ➜ পড়ুন
- দুনিয়া ধ্বংসের আগেই ধ্বংস ➜ পড়ুন
- অল্প সময়ের জন্য বিনা খরচে সুখের আস্বাদ ➜ পড়ুন
- পনের দিনের মজুরীর ভয়ে ➜ পড়ুন
- কুকুর তাড়ানো ভণ্ডপীর ➜ পড়ুন
- সব জায়গায় একই সূত্র ➜ পড়ুন
- পবিত্র কোরআনের আয়াতের ফুঁকের ক্ষমতা