Wednesday, July 3, 2024
Homeশিক্ষাতুলনামূলক ধর্ম বলতে কী বোঝায়?

তুলনামূলক ধর্ম বলতে কী বোঝায়?

প্রশ্ন: তুলনামূলক ধর্ম বলতে কী বোঝায়? বিষয়: IST-603 : Philosophy of Religion and Comparative Religion কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)



তুলনামূলক ধর্ম বলতে কী বোঝায়?

ভূমিকা

জগতের বিদ্যমান প্রতিটি ধর্মেরই কোনো না কোনো যুক্তি ও গুরুত্ব রয়েছে। এই যুক্তিতর্ক ও গুরুত্বের ওপর ভিত্তি করে ধর্মগুলোর তুলনামূলক উৎকৃষ্টতা ও নিকৃষ্টতা নির্ধারণের জন্যই তুলনামূলক ধর্মতত্ত্বের উদ্ভব। এটি বিভিন্ন ধর্মের উৎস, কাঠামো, মূল্যবোধ প্রভৃতি বৈশিষ্ট্যগুলোকে উদার ও নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করে।

তুলনামূলক ধর্ম বলতে কী বোঝায়?

তুলনামূলক ধর্মতত্ত্বের সংজ্ঞা

তুলনামূলক ধর্মতত্ত্বের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষী বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তাদের মতামতগুলো নিম্নে আলোচনা করা হলো-

লুইস হেনরি জর্ডান-এর মতে, তুলনামূলক ধর্ম হচ্ছে সে বিজ্ঞান, যা পৃথিবীর বিভিন্ন ধর্মের মৌলিক মিল-অমিল, পরস্পর সম্পর্কের মাত্রা এবং প্রকারভেদের ক্ষেত্রে তুলনামূলক উৎকৃষ্টতা ও নিকৃষ্টতা নির্ধারণের উদ্দেশ্যে ধর্মগুলোর উৎস, কাঠামো ও বৈশিষ্ট্যকে তুলনা করে।


10k+ বাংলা বই PDF ডাউনলোড

জোয়াকিম ওয়াচ বলেন, তুলনামূলক ধর্ম অধ্যয়নের মাধ্যমে ধর্মীয় অভিজ্ঞতার অর্থ কী এবং এ অভিজ্ঞতার প্রকাশ কী কী রূপ গ্রহণ করতে পারে আর মানুষের জন্য এটা কী করতে পারে তার সম্পর্কে দৃষ্টি লাভ করা যায়।

প্রমোদবন্ধু সেনগুপ্ত বলেন, তুলনামূলক ধর্ম হলো প্রচলিত ধর্মগুলোর মধ্যে নিরপেক্ষ ও পর্যাপ্ত তুলনা, যার দ্বারা তাদের পারস্পরিক সাদৃশ্য-বৈসাদৃশ্য সম্পর্কে তাদের সংযোগ ও সম্বন্ধের বিষয়ে অবগত হওয়া যায়।

এ. বি. এম. মজুমদার বলেন, তুলনামূলক ধর্ম হলো বিশ্বের বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎস, কাঠামো, বৈশিষ্ট্য, প্রকৃতি, মূল্যবোধ, দর্শন অনুসন্ধান করে উদার ও নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করা এবং ধর্মগুলোকে পাশাপাশি স্থাপন করে তাদের ধর্মীয়, আচার ও উপাদানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয়গুলোকে সুচিন্তিতভাবে চিহ্নিত করে তার যৌক্তিকতা, দাবি ও মূল্যবোধকে যথার্থভাবে তুলে ধরে পারস্পরিক সমন্বয় সাধনের প্রয়াস চালানো।

উপসংহার

পরিশেষে বলা যায় যে, তুলনামূলক ধর্ম বিশ্বের বিভিন্ন ধর্মগুলোকে পাশাপাশি স্থাপন করে তাদের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান, মূল্যবোধ, নীতিবোধ, সাদৃশ্য-বৈসাদৃশ্য প্রভৃতি বিষয়গুলোকে সুচিন্তিতভাবে পর্যালোচনা করে পারস্পরিক সমন্বয় সাধন করে থাকে। এর মাধ্যমে ব্যক্তি নিজ ধর্ম ছাড়া অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়। ফলে সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় ৷ আর এভাবেই আন্তঃধর্মীয় দ্বন্দ্ব, পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।



• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam

x

tiltony.com
tiltony.comhttp://www.tiltony.com
তিলটনি.কম একটি বাংলা ব্লগ সাইট। সঠিক, নির্ভরযোগ্য ও পূর্ণ তথ্য সমৃদ্ধ কনটেন্ট প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে ওয়েবসাইটটি।বিজ্ঞান ও প্রযুক্তি ‣ শিক্ষা ‣ স্বাস্থ্য ‣ জীবনযাপন ‣ পাঁচমিশালি ‣ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments