Monday, December 23, 2024

তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার প্রয়োজনীয়তা আলোচনা কর।

প্রশ্ন: তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার প্রয়োজনীয়তা আলোচনা কর। বিষয়: IST-603 : Philosophy of Religion and Comparative Religion কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)



তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার প্রয়োজনীয়তা আলোচনা কর।

ভূমিকা

তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্বের ধর্মের ধর্মীয় বিশ্বাস, বৈশিষ্ট্য, কাঠামো প্রভৃতিকে উদার ও নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করে তাদের যৌক্তিকতা, মূল্যবোধকে আমাদের সামনে তুলে ধরে। তাই ধর্মের তুলনামূলক আলোচনার মাধ্যমেই বিভিন্ন ধর্মের মৌলিক ঐক্য উদ্ঘাটন করা সম্ভব এবং সঠিক ধর্মের পরিচয় প্রকাশ পায়।

তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিম্নে আলোচনা করা হলো-

তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার প্রয়োজনীয়তা আলোচনা কর।
  1. ধর্মীয় ঐক্য ও সংহতি রক্ষা: সৃষ্টির সূচনাতে সব মানুষের ধর্ম এক ছিলো। কিন্তু কালক্রমে তার ভিতর ভিন্নতা সৃষ্টি হয় আর মানুষের ভিতর মতানৈক্যতা সৃষ্টি হয়। কোনো ধর্ম একেশ্বরবাদী, কোনো ধর্ম বহুশ্বেরবাদ আবার কোনো কোনো ধর্মে স্রষ্টার ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো ধারণা নেই। যেহেতু একাধিক ধর্মের নাম রয়েছে তাই প্রকৃতিগত ও বৈশিষ্ট্যগতভাবে ধর্মসমূহের ভিতর বিরোধ থাকা স্বাভাবিক।
  2. ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতির তুলনামূলক জ্ঞানার্জন: মানুষ তুলনামূলক ধর্ম বিভিন্ন ধর্মের মধ্যে সমঝোতা সমযোগিতার মনোভাব সৃষ্টি করে, ধর্মের অপরিহার্য আচার-অনুষ্ঠান ও রীতিনীতি সাথে পরিহার্য রীতিনীতির পার্থক্য নিরূপণ করে। ধর্মের আসল উদ্দেশ্য নির্ধারণ এবং সে উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে পদ্ধতি নিয়ে আলোচনার সাথে সাথে বিভিন্ন ধর্মের অপ্রয়োজনীয় অবাঞ্ছিত বিধি-নিষেধকে বাতিল করে ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি ও অনুষ্ঠানাদির দার্শনিক ব্যাখ্যাও তুলনামূলক ধর্মের কাজ। তুলনামূলক ধর্ম পৃথিবীর বিভিন্ন ধর্মকে এমনভাবে বর্ণনা করে, যাতে প্রতিটি ধর্মের অনুসারীগণই যেন তার মাঝে নিজের স্থান খুঁজে পায়। এজন্য তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করা অত্যাবশ্যক।


  1. আন্তঃধর্মীয় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা: আন্তঃধর্মীয় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তুলনামূলক ধর্ম অন্য ধর্মকে কাছে টানতেও অনুধাবন করতে ও শ্রদ্ধা করতে অনুপ্রাণিত করে। বস্তুত বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে একত্রিত করতে পারলে তাদের মাধ্যমে স্থায়ী আন্তঃধর্মীয় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আন্তরিকভাবে ও নিরপেক্ষ দৃষ্টিতে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করলে সহনশীলতা বাড়বে, ভ্রাতৃত্ববোধের জন্ম দেবে। তুলনামূলক ধর্মের উদ্দেশ্য অন্য ধর্মকে হৃদয়ঙ্গম করা। কোনো ধর্মই প্রাথমিক স্তরে স্থিতিশলি থাকতে পারে না। তাকে পূর্ণতা প্রাপ্ত হতে হয়, অন্য ধর্মের সাথে অবস্থান করতে হয়। তাই শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ নিশ্চিত করার জন্যই তুলনামূলক ধর্মতত্ত্বের প্রয়োজনীয়তা সীমাহীন।
  2. ধর্মানুসারীদের দাবির বাস্তবতা তুলে ধরা: ইসলাম অনুসারীরা দাবি করে থাকে যে, তাদের ধর্ম মানব সমাজে প্রচলিত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর বিশ্বাস ও মূলনীতিগুলো সর্বকালে সমানভাবে প্রযোজ্য। তাদের ধর্মে মানুষের দৈহিক, মানসিক, জৈবিক, আত্মিক ও আধ্যাত্মিক কামনাগুলো আবিষ্কার করতে সক্ষম। তারা আরও দাবি করে থাকে যে, ইসলাম শুধু আত্মার চাহিদা পূরণ করেই ক্ষান্ত হয়নি, বরং জৈবিক চাহিদাগুলো পূরণে সঠিক নির্দেশনা দিয়েছে। পক্ষান্তরে, অন্যান্য ধর্মে আত্মা ও দৈহিক কামনাগুলো সম্পূরণে সুনির্দিষ্ট সূত্র কিছুটা অনুপস্থিত।


  1. পরিবর্তনশীল বিশ্বের অবস্থা: বিশ্বের বর্তমান রাজনৈতিক, নৃতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, অর্থনৈতিক ইত্যাদি কারণে তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন “ছোট হয়ে আসছে পৃথিবী”। পৃথিবীর এক প্রান্তে কী ঘটছে এক নিমিষে শুধু খবরই পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে না, তার দ্বারা প্রভাবিতও হয়। আমরা চাই আর না-ই চাই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কারণে বিভিন্ন ধর্ম ও গোত্রের লোক আজ একত্রে বাস করতে বাধ্য। তাই তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চার মাধ্যমে আমাদের মাঝে সকল ক্ষেত্রে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।

উপসংহার

পরিশেষে বলা যায় যে, আচার-অনুষ্ঠান, শিক্ষা-উপদেশ, কিছু কল্যাণমূলক ও সহানুভূতিমূলক আলোচনা ছাড়া বিশ্বের বিভিন্ন ধর্মে মৌলিক বিষয়ে বিরোধ বিদ্যমান। তাই তুলনামূলক ধর্মতত্ত্ব বিভিন্ন ধর্মের অপরিহার্য আচার-অনুষ্ঠান, রীতি-নীতির পার্থক্য নিরূপণ করে। ধর্মের আসল উদ্দেশ্য নির্ধারণ এবং সে উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সমঝোতা, সহযোগিতা ও ঐক্যের মনোভাব সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam

Related Articles

1 COMMENT

Comments are closed.

Stay Connected

0FansLike
3,606FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles