▶ প্রশ্ন: উযু কখন ফরয হয়? উযুর ফরয কয়টি ও কি কি? আলোচনা করুন। ▶ বিষয়: IST-601 : Study of Al Tafsir ▶ কোর্স: এমএ ইন ইসলামিক স্টাডিজ (ফাইনাল)
উযু কখন ফরয হয়? উযুর ফরয কয়টি ও কি কি? আলোচনা করুন।
ভূমিকা
উযু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম। উযুর আভিধানিক অর্থ- সৌন্দর্য, পরিষ্কার ও স্বচ্ছতা। উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। আল্লাহর সন্তুষ্টিও লাভ হয়। উযু না থাকলে নামায হয় না। তাই নামাযের জন্য উযু আবশ্যক। শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করাকে উযু বলে। ইসলামী শরীয়াতে অযুকে নামাজের চাবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অজু তিন প্রকার—ফরজ, ওয়াজিব ও মোস্তাহাব।
উযু কখন ফরয হয়
উযু না থাকা ব্যক্তির জন্য চার অবস্থায় উযু ফরয হয়। অর্থাৎ চারটি কাজ করার জন্য আবশ্যিকভাবে উযু করার প্রয়োজন হয়। যা নিম্নে উল্লেখ করা হলো-
- যেকোনো নামাজ আদায়ের জন্য উযু ফরয হয়। ফরজ, ওয়াজিব কিংবা নফল নামায। যে কোন প্রকারের নামাযই হোক না কেন, নামায আদায়ের জন্য উযু করা আবশ্যক বা ফরয।
- জানাজার নামাজ আদায় করার জন্য উযু ফরয। যদিও জানাযা এক প্রকারের দোয়া, মৌলিক কোনো নামায নয়।
- সিজদায়ে তিলাওয়াতের জন্য। অর্থাৎ কোরআনের যেসব নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করলে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব, সেই সিজদা আদায়ের জন্য উযু করা ফরয।
- পবিত্র কোরআন স্পর্শ করার জন্য উযু করা ফরয। অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত-লিখিত— দেয়াল, কাগজ, টাকা ও অন্যান্য যেসব কিছু-ই ছুঁতে চাইবে, তার জন্য উযু করা ফরয।
উযুর ফরয কয়টি ও কি কি
উযুর ফরয মোট ০৪টি। ফকীহগণ নিম্নবর্ণিত ০৪টি কাজকে উযুর ফরয বলেছেন,
- সমস্ত মুখমণ্ডল ধৌত করা,
- দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা,
- মাথা মাসেহ করা,
- দুই পা গিরাসহ ধৌত করা।
কোন কোন ফিকাহবদি নিম্নবর্ণিত ২টি কাজও উযুর ফরয হিসেবে অন্তর্ভূক্ত করেছেন। যেমন-
- ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ ওযূর অঙ্গ ধৌত করার সময় ক্রমধারা ভঙ্গ না করা। আরবীতে এ সিরিয়ালকে বলা হয় তারতীব;
- এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই পরবর্তী অঙ্গ ধৌত করা। এটাকে আরবীতে বলা হয় মুওয়ালাহ।
উপসংহার
উযু নামাযের চাবি। তাই উযু ঠিক মতো না হলে নামাযও আদায় হবে না। তাই সঠিকভাবে উযু আদায় করা জরুরী। এছাড়াও উযু করার উঁচু স্থানে বসা, যাতে পানির ছিটা গায়ে না আসে, কিবলার দিকে বসে অজু করা, প্রয়োজন ছাড়া কথা না বলা, নাকের ময়লা দূর করার জন্য বাঁ হাত ব্যবহার করা ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য উযু করা খুবই প্রয়োজন।
• IST-601 : Study of al Tafsir (Tafsir Ibn Kathir : Surah-al-Maieda verse 1 to 77) • IST-602 : Study of al-Fiqh • IST-603 : Philosophy of religion and Comparative Religion • IST-604 : History of Sufism in Bangladesh and some prominent • IST-605 : Trade, Commerce and Business Studies in Islam •
[…] উযু কখন ফরয হয়? উযুর ফরয কয়টি ও কি কি? আলোচনা করুন। ➔ উত্তর দেখুন […]